যুক্তরাষ্ট্রের বাফেলোতে গুলিতে নিহত ২ বাংলাদেশি

বাফেলো সোয়াত দলের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করছেন। ছবি: সংগৃহীত
বাফেলো সোয়াত দলের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করছেন। ছবি: সংগৃহীত

নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মুক্তধারা নিউইয়র্কের স্বত্তাধিকারী বিশ্বজিৎ সাহা বাফেলোর বাংলাদেশ কমিউনিটির অ্যাক্টিভিস্ট হাবিব রহমানের উদ্ধৃতি দিয়ে দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানান। 

শনিবার দুপুর সাড়ে বারোটায় তাদের গুলি করা হয়।

বাফেলো শহরের পূর্বাঞ্চলে হ্যাজেলউড এলাকার জেনার ও কিলহপার স্ট্রিটের হান্ড্রেড ব্লকে কুমিল্লার বাবুল উদ্দিন নিজের বাড়ি সংস্কারের কাজ করছিলেন। সঙ্গে ছিলেন সিলেটের ইউসুফ মিয়া। সে সময় দুর্বৃত্তরা তাদের ওপর গুলি চালায়।

খবর পেয়ে স্থানীয় পুলিশ এবং সোয়াত টিম এই অঞ্চল ঘেরাও করে রাস্তা বন্ধ করে দেয়।

এর আগে শুক্রবার রাতে বাফেলোর ইয়ং স্ট্রিটের ফার্স্ট ব্লকে ৩১ বছর বয়সী এক তরুণকে গুলি করে হত্যা করা হয়। তার দেহে একাধিক গুলির ক্ষত পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

প্রতিবেশী ক্রিস্টাল তরলাকোভিচ ডব্লিউজিআরজেডকে জানান, 'ভয়াবহ! এটা ভয়াবহ ঘটনা।'

যে বাড়িতে হামলা হয়েছে, তার পাশের বাড়িতে থাকেন তরলাকোভিচ।

'আমার জন্য বিষয়টা খুবই ভীতিকর কারণ এখানে শুধু আমি আর মা বসবাস করি', যোগ করেন তিনি।

কি ঘটেছে, সে সম্পর্কে তিনি নিশ্চিত নন বলে জানান। তিনি আরও জানান, হামলার কিছুক্ষণ আগে তিনি বাজারে গিয়েছিলেন। এ সময় তার মা তাকে ফোন করে জিজ্ঞাসা করেন কখন বাড়ি ফিরবেন। তখন তিনি রাস্তার ওপারে হামলার বিষয়টি জানতে পারেন।

'এই মহল্লায় এ ধরনের ঘটনা বিরল। ইস্ট সাইডে কিছুটা সমস্যা এর আগেও হয়েছে, কিন্তু এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি', যোগ করেন তরলাকোভিচ।

 

Comments

The Daily Star  | English

Iran strikes back at Israel with missiles over Jerusalem, Tel Aviv

Iran's Supreme Leader accuses Israel of initiating war, vows painful revenge

5h ago