মালয়েশিয়ায় এক্সপ্রেসওয়েতে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১০
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উত্তরে একটি এক্সপ্রেসওয়েতে চার্টার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সিএনএন।
মালয়েশিয়ার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ৬ যাত্রী ও দুজন ক্রু নিয়ে লাংকাউই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করা উড়োজাহাজটি সুলতান আবদুল আজিজ শাহ বিমানবন্দরের দিকে যাচ্ছিল।
সুবাং এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে উড়োজাহাজটির প্রথম যোগাযোগ হয় দুপুর ২টা ৪৭ মিনিটে। পরে ২টা ৪৮ মিনিটে উড়োজাহাজটিকে অবতরণের অনুমতি দেওয়া হয়। তবে ২টা ৫১ মিনিটে কন্ট্রোল টাওয়ারের কর্মকর্তারা দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখেন, কিন্তু উড়োজাহাজ থেকে জরুরি কোনো সহায়তা চাওয়া হয়নি বলেও বিবৃতিতে জানানো হয়।
সেলাঙ্গরের পুলিশ প্রধান হুসেন ওমর খানের বরাতে রাষ্ট্রীয় সংবাদপত্র বেরিতা হারিয়ান জানায়, উড়োজাহাজটি এক্সপ্রেসওয়েতে থাকা একটি গাড়ি ও একটি মোটরসাইকেলের ওপর বিধ্বস্ত হয়। ওই গাড়ি ও মোটরসাইকেলে একজন করে আরোহী ছিলেন।
এ ঘটনায় দেশটির পরিবহণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত করা হবে বলেও জানিয়েছেন সেলাঙ্গরের পুলিশ প্রধান।
Comments