যে বাড়িতে হিটলারের জন্ম সেটি হচ্ছে পুলিশ স্টেশন

ছবি: এএফপি

নাৎসি একনায়ক অ্যাডলফ হিটলার যে বাড়িতে জন্ম নিয়েছিলেন সেটিকে পুলিশ স্টেশন বানাবে অস্ট্রিয়া সরকার।

আগামী ২ অক্টোবর থেকে বাড়িটির সংস্কার কাজ শুরু হবে।

গত সোমবার অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এএফপিকে বলেন, 'পরিকল্পনা অনুযায়ী ভবনটির সংস্কার শেষে পুলিশ স্টেশন চালু হবে।'

ব্রাউনাউ শহরের এই বাড়ি যাতে নব্য নাৎসিরা একটা তীর্থস্থানে পরিণত করতে না পারে, সেজন্যে ৭০ দশক থেকে অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয় বহু বছর এটি নিজেরাই ভাড়া নিয়ে অন্য কাজে ব্যবহার করে আসছে।

বছরের পর বছর ধরে আইনি লড়াইয়ের পর অবশেষে ওই ভবনটিতে একটি মানবাধিকার প্রশিক্ষণ কেন্দ্রসহ পুলিশ স্টেশন চালুর সিদ্ধান্ত হয়েছে।

১৮৮৯ সালে ওই বাড়িতেই ক্লারা হিটলারে গর্ভে জন্ম নেন অ্যাডলফ হিটলার। জার্মান সীমান্তের কাছে জরাজীর্ণ এই ভবনটি ২০১৬ সালে নিয়ন্ত্রণ নেয় অস্ট্রিয়া সরকার।

Comments

The Daily Star  | English

Inside the lives of ride-sharing drivers

On the bustling streets of Dhaka, where traffic moves like molasses and the air hangs heavy with exhaust fumes, a new breed of urban warriors has emerged.

14h ago