ইসরায়েলে নিহত বেড়ে ৬ শতাধিক, ফিলিস্তিনে ৩৭০

ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট।
গাজায় ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত ভবনের সামনে আতঙ্কিত এক ফিলিস্তিনি। ছবি: এএফপি

ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, হামাস যোদ্ধারা সামরিক-বেসামরিক মিলিয়ে শতাধিক ইসরায়েলি নাগরিককে গাজায় জিম্মি করেছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের দূতাবাস। এ ছাড়া, হামাসের মুহুর্মুহু হামলায় দুই হাজারেরও অধিক ইসরায়েলি আহত হয়েছেন।

অপর এক প্রতিবেদনে জেরুজালেম পোস্ট জানায় যে, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের 'আয়রন সোর্ডস' অভিযানে ৪০০ সন্ত্রাসী নিহত হয়েছেন।

ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, 'গাজা উপত্যকায় হামাসের ৫০০ স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ৪০০ সন্ত্রাসী নিহত হয়েছেন।'

অপরদিকে বিবিসি জানিয়েছে, গাজায় ইসরায়েলের বিমান হামলা অব্যাহত আছে।

ফিলিস্তিন কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় ৩৭০ জন নিহত হয়েছেন। এ ছাড়াও, আহত হয়েছেন প্রায় দুই হাজার ২০০ ফিলিস্তিনি।

 

Comments