১৫০০ হামাস সদস্যের মরদেহ পাওয়ার দাবি ইসরায়েলের

হামাস ইসরায়েল যুদ্ধ
দক্ষিণ ইসরায়েলের এসেডরট শহরে বিমান হামলায় ক্ষতিগ্রস্ত থানা, ইসরায়েলি সেনা মোতায়েন। ছবি: রয়টার্স

ইসরায়েলের ভেতরে এবং গাজা উপত্যকার আশেপাশে ফিলিস্তিনি সংগঠন হামাসের প্রায় দেড় হাজার সদস্যের মরদেহ পাওয়া গেছে বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে।

ইসরায়েলের সামরিক মুখপাত্র রিচার্ড হেশটের বরাত দিয়ে আজ মঙ্গলবার বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

গত শনিবার ইসরায়েলে অতর্কিতে রকেট হামলা চালায় হামাস। পাল্টা জবাবে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। চার দিনের হামলা, পাল্টা হামলায় আজ মঙ্গলবার সকাল পর্যন্ত উভয় পক্ষের মোট ১৬০০ জন নিহত হয়েছে।

গতকাল সোমবার গাজা অবরুদ্ধের ঘোষণা দেয় ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক ভিডিওবার্তায় বলেন, 'হামাস অধ্যুষিত গাজার সর্বাত্মক নিয়ন্ত্রণ নিতে সেখানে কোনো বিদ্যুৎ, খাবার, পানি ও গ্যাস থাকবে না—সব বন্ধ থাকবে।'

আজ রিচার্ড হেশট বলেন, 'গাজা উপত্যকার আশেপাশে ইসরায়েলের ভেতর প্রায় দেড় হাজার হামাস সদস্যের মরদেহ পাওয়া গেছে। সামরিক বাহিনী গাজা সীমান্ত মোটামুটি পুনরুদ্ধার করতে পেরেছে।'

'গত রাত থেকে আমাদের জানামতে গাজা থেকে কেউ প্রবেশ করেনি। তবে অনুপ্রবেশ ঘটতে পারে,' যোগ করেন তিনি।

সীমান্তের আশেপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ 'প্রায় শেষ' বলেও উল্লেখ করেন তিনি।

Comments

The Daily Star  | English
Pathways to a new political order

Pathways to a new political order

The prospects for change are not without hope in Bangladesh.

9h ago