আরব ও মুসলিম বিশ্বকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর আহ্বান হামাসের

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে আরব ও মুসলিম বিশ্বকে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানানোর আহ্বান জানিয়েছে হামাস।
গাজায় ইসরায়েলের হামলায় নিহতদের মরদেহের সামনে ফিলিস্তিনিদের শোক। ছবি: রয়টার্স

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে আরব ও মুসলিম বিশ্বকে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানানোর আহ্বান জানিয়েছে হামাস।

আজ মঙ্গলবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনিদের প্রতি আরব ও মুসলিম বিশ্বকে 'সাধারণ সংহতি' জানানোর আহ্বান জানিয়ে একটি ইভেন্ট খুলেছে হামাস।

এক বিবৃতিতে হামাস জানায়, আগামী শুক্রবারকে 'ফাইড্রে অব আল-আকসা ফ্লাড' হিসেবে চিহ্নিত করা হবে। 'ইসরায়েলি দখলদারিত্বের প্রকাশ্য যুদ্ধের মুখে' ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন আদায়ের লক্ষ্যে এই ইভেন্টটি খোলা হয়েছে।

বিবৃতিতে অধিকৃত পশ্চিম তীরের তরুণ ফিলিস্তিনিদেরও ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে নামার আহ্বান জানিয়েছে হামাস।

এতে আরও বলা হয়, শুক্রবার ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনি বাসিন্দাদের অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে জড়ো হওয়া উচিত।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

8m ago