ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা স্থগিত করল সৌদি আরব

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে আলোচনা স্থগিত করেছে সৌদি আরব। আলোচনা স্থগিত করার বিষয়টি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। ঘটনাটির ব্যাপারে ওয়াকিবহাল সূত্রগুলো থেকে বার্তা সংস্থাগুলো এএফপি বিষয়টি নিশ্চিত হয়েছে।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে বৈঠক করতে রয়াদে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ছবি: এপি

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে আলোচনা স্থগিত করেছে সৌদি আরব। আলোচনা স্থগিত করার বিষয়টি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। ঘটনাটির ব্যাপারে ওয়াকিবহাল সূত্রগুলো থেকে বার্তা সংস্থাগুলো এএফপি বিষয়টি নিশ্চিত হয়েছে।

এর আগে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে সৌদি আরবের প্রতিবেশী বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো। তবে সেই চুক্তির সময় আলোচনাতেই তখন অংশ নেয়নি ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া দেশটি।

গত কয়েক মাস ধরে জো বাইডেনের প্রশাসন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি আরবের ওপর চাপ দিয়ে আসছে।

ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য বেশ কিছু শর্ত দিয়েছেন রিয়াদ। বিনিময়ে তারা ওয়াশিংটন থেকে নিরাপত্তা গ্যারান্টি এবং সৌদি আরবে বেসামরিক পারমাণবিক কর্মসূচির শুরু করার শর্ত দিয়েছে।

সম্ভাব্য এই চুক্তির ব্যাপারে গত মাসে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেন, প্রতিদিন আমদের মধ্যে দূরত্ব কমছে। তবে তিনি এটাও জানিয়ে দেন যে ফিলিস্তিন ইস্যু তাদের কাছে 'অত্যন্ত গুরুত্বপূর্ণ'। তিনি বলেন, আমাদেরকে ওই অংশটার সমাধান করতে হবে। ফিলিস্তিনিদের জীবনকে আমাদের স্বাভাবিক করতে হবে।

ইসরায়েলে ঢুকে হামাসের হামলা ও গাজায় ইসরায়েলের পাল্টা হামলার মধ্যে মধ্যপ্রাচ্যের ছয় দেশের সঙ্গে সৌদি আরব সফরে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। শনিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

 

Comments