গাজায় সামরিক অভিযান বন্ধে কাজ করতে হবে: ব্লিঙ্কেনকে সৌদি যুবরাজ

গাজায় নিরপরাধ মানুষের ওপর সামরিক হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
আজ রোববার আরব সফরের অংশ হিসেবে রিয়াদে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রাসাদে তার সঙ্গে দেখা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
বৈঠকে গাজায় চলমান সংঘাতের বিষয়ে কথা বলেছেন তারা।
আরব নিউজ জানায়, ওই বৈঠকে নিরপরাধ মানুষের প্রাণহানি হয় এমন সামরিক অভিযান বন্ধের ওপর জোর দেন যুবরাজ। তিনি জানান, বেসামরিক নাগরিকদের জানমালের ক্ষতি হয় বা তাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে এমন অবকাঠামোতে হামলা চালানোর বিরুদ্ধে সৌদি আরবের অবস্থান।
পরিস্থিতি শান্ত করতে, বর্তমান সংঘাত বন্ধ করতে এবং গাজায় অবরোধ প্রত্যাহারসহ স্থিতিশীলতা ও পুনরুদ্ধারের জন্য সৌদি আরব কাজ করছে বলে জানান তিনি।
যুবরাজ সালমান বলেছেন, ফিলিস্তিনি জনগণ যাতে তাদের ন্যায্য অধিকার পায় এবং ন্যায্য ও দীর্ঘস্থায়ী শান্তি অর্জন করে তা নিশ্চিত করতে সৌদি আরব আহ্বান জানায়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বন্দর বিন সুলতান এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।
Comments