গাজায় মানবিক করিডোর চালুর আহ্বান পোপ ফ্রান্সিসের

গাজায় অবরুদ্ধ বাসিন্দাদের সহায়তার জন্য মানবিক করিডোর চালুর আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
সেন্ট পিটার্স স্কয়ারে হাজারো মানুষের উদ্দেশে সাপ্তাহিক ভাষণ দিচ্ছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ছবি: এপির সৌজন্যে

গাজায় অবরুদ্ধ বাসিন্দাদের সহায়তার জন্য মানবিক করিডোর চালুর আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

একইসঙ্গে তিনি হামাসের হাতে জিম্মি ইসরায়েলি নাগরিকদের মুক্তি দিতে আবারও আবেদন জানিয়েছেন। 

রয়টার্স জানায়, আজ রোববার সেন্ট পিটার্স স্কয়ারে হাজারো মানুষের উদ্দেশ্যে দেওয়া সাপ্তাহিক ভাষণে পোপ এসব কথা বলেন।

তিনি বলেন, 'আমি অত্যন্ত জোরের সঙ্গে এই আহ্বান জানাচ্ছি যে, শিশু, অসুস্থ, প্রবীণ ও নারী এবং বেসামরিক নাগরিকরা যাতে এই সংঘাতের শিকার না হয়।'

'সর্বোপরি গাজায় মানবিক অধিকারকে সম্মান করা হোক, যেখানকার সকল বাসিন্দাকে সহায়তার জন্য মানবিক করিডোরের নিশ্চয়তা দেওয়া জরুরি এবং প্রয়োজনীয়', বলেন পোপ।

পোপ ফ্রান্সিস বলেন, 'ইতোমধ্যে বহু মানুষ মারা গেছে। দয়া করে পবিত্র ভূমি বা ইউক্রেন বা অন্য কোথাও আর রক্তপাত ঘটাবেন না। যথেষ্ট হয়েছে। যুদ্ধ সবসময়ই পরাজিত হয়, সবসময়।'

'ঘৃণা, সন্ত্রাস ও যুদ্ধের শয়তানী শক্তি' মোকাবিলায় আগামী মঙ্গলবার বিশ্বজুড়ে বিশ্বাসীদের প্রার্থনায় শামিল হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

Comments