২০২৩: বিশ্ব হারিয়েছে যাদের

২০২৩ সালে যাদের মৃত্যুতে বিশ্বব্যাপী শোক ও আলোচনার সৃষ্টি হয়েছে তাদের নিয়ে এই লেখা।
উপরে বাম থেকে ডানে: সাহিত্যিক মিলান কুন্ডেরা, সংগীতশিল্পী টিনা টার্নার ও জেফ বেক এবং নিচে বাম থেকে ডানে: রাজনীতিবিদ হেনরি কিসিঞ্জার, অভিনেতা ম্যাথু পেরি ও ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। ছবি: সংগৃহীত

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি, রক সম্রাজ্ঞী টিনা টার্নার, রাশিয়ার ভাড়াটে ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিনসহ ২০২৩ সালে যাদের মৃত্যুতে বিশ্বব্যাপী শোক ও আলোচনার সৃষ্টি হয়েছে তাদের নিয়ে এই লেখা।

জানুয়ারি

৭ জানুয়ারি: রাসেল ব্যাংকস (৮২), প্রথিতযশা মার্কিন ঔপন্যাসিক। লেখায় তুলে এনেছেন প্রান্তিক মানুষের জীবন।

১০ জানুয়ারি: জেফ বেক (৭৮), ব্রিটেনের প্রখ্যাত গিটারিস্ট। ১৯৬০ এর দশকে 'ইয়ার্ডবার্ডস' এ বাজাতেন।

১০ জানুয়ারি: কার্ডিনাল জর্জ পেল (৮১), অস্ট্রেলিয়ান ধর্মযাজক। শিশুদের যৌন নিপীড়নের দায়ে কারাদণ্ড, পরে অভিযোগ থেকে বেকসুর খালাস।

১২ জানুয়ারি: লিসা মেরি প্রিসলি (৫৪), সঙ্গীতশিল্পী এলভিস প্রিসলির একমাত্র কন্যা। ওজন হ্রাসের জন্য সার্জারি করতে গিয়ে প্রতিক্রিয়ায় মৃত্যু।

১৬ জানুয়ারি: গিনা লোলোব্রিগিডা (৯৫), ইতালিয়ান মহানায়িকা, হলিউডের স্বর্ণযুগের প্রতিনিধিদের একজন।

১৭ জানুয়ারি: লুসিল র‍্যান্ডন (১১৮), ফ্রেঞ্চ যাজিকা। পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তি।

১৮ জানুয়ারি: ডেভিড ক্রসবি (৮১), আমেরিকান ফোক-রকের পথিকৃৎ।

ফেব্রুয়ারি

৩ ফেব্রুয়ারি: প্যাকো রাবানে (৮৮), স্প্যানিশ ফ্যাশন ডিজাইনার, অভিনব নকশার জন্য খ্যাত।

৫ ফেব্রুয়ারি: পারভেজ মোশাররফ (৭৯), পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি, সামরিক শাসক

৮ ফেব্রুয়ারি: বার্ট রাকারাক (৯৪), কিংবদন্তী পপ সঙ্গীতজ্ঞ, 'ওয়াক অন বাই' ও 'রেইনড্রপস কিপ ফলিং' এর মতো গানের স্রষ্টা

১০ ফেব্রুয়ারি: কার্লোস সরা (৯১), খ্যাতিমান স্প্যানিশ পরিচালক, ফ্রাঙ্কোর একনায়কত্বের সমালোচক

১৫ ফেব্রুয়ারি: র‍্যাকুয়েল ওয়েলক (৮২), মার্কিন অভিনেত্রী।

মার্চ

৩ মার্চ: কেনযাবুরো ওয়ি (৮৮), নোবেলজয়ী জাপানি সাহিত্যিক।

৯ মার্চ: চাইম টোপোল (৮৭), ইসরায়েলি অভিনেতা। 'ফিডলার অন দ্য রুফ' সিনেমায় গোয়ালার চরিত্রে অভিনয় করে খ্যাতি পান।

১২ মার্চ: ডিক ফসবারি (৭৬), কিংবদন্তী অ্যাথলেট। 'ফসবেরি ফ্লপ' এর প্রচলন করেন। সিজর কিক এর বদলে জনপ্রিয়তা পায় এই ভঙ্গিমা।

২১ মার্চ: ক্লডে লরিয়াস (৯১), ফরাসি জলবায়ু বিশেষজ্ঞ। বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে তার গুরুত্বপূর্ণ কাজ রয়েছে।

২৮ মার্চ: রিউকি সাকামোটো (৭১), জাপানি সুরকার, ইলেকট্রনিক মিউজিকের জন্য খ্যাত।

এপ্রিল

১৩ এপ্রিল: মেরি কুয়ান্ট (৯৩), প্রথাবিরোধী ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার, মিনিস্কার্টের প্রচলনকারী।

১৬ এপ্রিল: আহমাদ জামাল (৯২), মার্কিন সঙ্গীতজ্ঞ ও পিয়ানিস্ট৷ ৮০টির মতো অ্যালবাম রয়েছে তার।

১৯ এপ্রিল: মুনবিন (২৫), কে-পপ মেগাস্টার। 'অ্যাস্ট্রো', ব্যান্ডের সদস্য ছিলেন। ধারণা করা যায়, আত্মহত্যা করেছেন তিনি।

২২ এপ্রিল: ব্যারি হাম্ফ্রিস (৮৯), অস্ট্রেলিয় কৌতুক অভিনয়শিল্পী।

২৫ এপ্রিল: হ্যারি বেলাফোন্টে (৯৬), কিংবদন্তী মার্কিন সঙ্গীতশিল্পী ও অ্যাক্টিভিস্ট।

২৭ এপ্রিল: জেরি স্প্রিনজার (৭৯), জনপ্রিয় মার্কিন টকশো উপস্থাপক।

মে

১৯ মে: মার্টিন অ্যামিস (৭৩), আধুনিক ব্রিটিশ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব।

২৪ মে: টিনা টার্নার (৮৩), কিংবদন্তি মার্কিন রক আইকন, মঞ্চ পরিবেশনায় অনন্যা।
 

জুন

৫ জুন: অ্যাসট্রাড গিলবার্টো (৮৩), ব্রাজিলিয়ান 'গার্ল ফর ইপানেমা' শিল্পী।

৫ জুন: রবার্ট অ্যানসেন (৭৯), মার্কিন ডবল এজেন্ট, রাশিয়ার কাছে আমেরিকার অতি গোপনীয় কিছু তথ্য ফাঁস করেন তিনি।

৬ জুন: ফ্রাঙ্কোইস গিলোট (১০১), ফরাসি শিল্পী। পাবলো পিকাসোর স্বপ্নমানসী ও দীর্ঘদিনের সঙ্গী।

১০ জুন: টেড ক্যাকজিনস্কি (৮১) দুদশকের বেশি সময় ধরে আমেরিকায় ভীতি ছড়ানো এক বোমাবাজ।

১২ জুন: সিলভিও বারলুসকোনি (৮৬), ইতালির সাবেক প্রধানমন্ত্রী, মিডিয়া মোগল।

১৩ জুন: করম্যাক ম্যাককার্থি (৮৯), ঔপন্যাসিক। 'দ্য রোড' ও 'নো কান্ট্রি ফর ওল্ড মেন' এর মতো জনপ্রিয় বইয়ের লেখক।

১৫ জুন: গ্লেন্ডা জ্যাকসন (৮৭), অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী ও রাজনীতিবিদ।

জুলাই

১ জুলাই: ভিক্টোরিয়া অ্যামেলিনা (৩৭), ইউক্রেনিয়ান সাহিত্যের উদীয়মান তারকা। রাশিয়ান মিসাইল আক্রমণে আহত হয়ে মৃত্যু।

১১ জুলাই: মিলন কুন্ডেরা (৯৪), চেক-ফ্রেঞ্চ ঔপন্যাসিক। চেকোস্লোভাকিয়ার কমিউনিস্ট শাসনের সমালোচক। 'দ্য আনবেয়ারেবল লাইটনেস অব বিং' উপন্যাসের এর জন্য বিখ্যাত।

১৬ জুলাই: জেন বার্কিন (৭৬), ব্রিটিশ বংশোদ্ভুত সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী। ফরাসি সঙ্গীতশিল্পী ও গীতিকার সার্জ গেইন্সবার্গের সঙ্গে তার প্রেম তুমুল আলোচিত ও চর্চিত।

২১ জুলাই: টনি বেনেট (৯৬), আমেরিকার 'ক্রুনার'দের সর্বশেষ প্রতিনিধি।

২৬ জুলাই: সিনফাদ ও কনোর (৫৬), কিংবদন্তী আইরিশ পপ সঙ্গীতশিল্পী। 'নাথিং কম্পেয়ারস টু ইউ' গানের জন্য খ্যাত।

৩০ জুলাই: পল রুবেন্স (৭০), মার্কিন কৌতুক অভিনেতা।

আগস্ট

৭ আগস্ট: উইলিয়াম ফ্রেডকিন (৮৭), মার্কিন চিত্রপরিচালক। 'দি একসরসিস্ট' ও 'দি ফ্রেঞ্চ কানেকশন' এর জন্য খ্যাত।

৯ আগস্ট: সিক্সটো রদ্রিগেজ (৮১), কাল্ট ফিগার৷ অস্কারজয়ী তথ্যচিত্র 'সার্চিং ফর সুগার ম্যান' তার ওপর ভিত্তি করে বানানো।

১৫ আগস্ট: বিন্দেশ্বর পাঠক (৮০), ভারতীয় সমাজ সংস্করক ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সংস্কারে বিপ্লবী ভূমিকা রাখা ব্যক্তিত্ব।

২৩ আগস্ট: ইয়েভগেনি প্রিগোশিন (৬২), রাশিয়ান আধা-সামরিক বাহিনী ওয়াগনার এর প্রধান। মস্কোর বিরুদ্ধে বিদ্রোহ করার পর রহস্যজনক বিমান দুর্ঘটনায় মৃত্যু।

৩০ আগস্ট: মোহামেদ আল-ফায়েদ (৯২), মিশরিয় ধনকুবের।

সেপ্টেম্বর

২ সেপ্টেম্বর: সালিফ কেইতা (৭৬), মালির ফুটবলার। মার্সেইলি ও সেন্ট-এতিয়ানে ক্লাবেও খেলেছেন।

৯ সেপ্টেম্বর: মাঙ্গোসুথু বুঠেলেজি (৯৫), জুলু যুবরাজ, দক্ষিণ আফ্রিকার প্রথিতযশা রাজনীতিবিদ।

১০ সেপ্টেম্বর: আয়ান উইলমুট (৭৯), ভ্রুণবিদ্যার পথিকৃৎ। ১৯৯৬ এ ক্লোন ভেড়া ডলি-র জন্মের নেপথ্য কারিগর।

১৫ সেপ্টেম্বর: ফার্নান্দো বোটেরো (৯১), খ্যাতিমান কলম্বিয়ান ভাস্কর।

২৫ সেপ্টেম্বর: মাতিও মেসিনা দিনারো (৬১), কুখ্যাত সিসিলিয়ান মাফিয়া বস। কারাগারে বন্দিদশায় মৃত্যু।

২৭ সেপ্টেম্বর: মাইকেল গ্যাম্বন (৮২), ব্রিটিশ অভিনেতা, হ্যারি পটার সিরিজের 'আলবাস ডাম্বলডোর' চরিত্রে অভিনয়সূত্রে বিশ্বব্যাপী পরিচিত৷

২৯ সেপ্টেম্বর: ডায়ানে ফেইন্সটাইন (৯০), 'লায়োনেস অব দ্য ইউএস সিনেট' বা 'যুক্তরাষ্ট্র সিনেটের সিংহী' বলে পরিচিত।

অক্টোবর

১৩ অক্টোবর: হারবার্ট রিভস (৯১), কানাডিয়-ফরাসি জ্যেতিপদার্থবিদ। মহাকাশবিজ্ঞানের জনপ্রিয়করণে প্রভূত অবদান রেখেছেন৷

১৩ অক্টোবর: লুইস গ্লাক (৮০), আমেরিকান কবি। নোবেল ও পুলিৎজার পুরস্কার জয়ী।

১৫ অক্টোবর: গিসেলে খৌরি (৬৭), আরব বিশ্বের সাংবাদিকতায় এক মহীরুহ।

২১ অক্টোবর: ববি চার্লটন (৮৬), ব্রিটিশ ফুটবল তারকা। বিশ্বকাপজয়ী, ম্যানচেস্টার ইউনাইটেডের এক কিংবদন্তি।

২৭ অক্টোবর: লি কেকিয়াং (৬৮), চীনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের ক্যাবিনেটে প্রথম দুই মেয়াদের প্রধানমন্ত্রী।

২৮ অক্টোবর: ম্যাথিউ পেরি (৫৪), মার্কিন তারকা। জনপ্রিয় সিটকম 'ফ্রেন্ডস' এ 'চ্যান্ডলার বিং' চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি পান।

নভেম্বর

১৯ নভেম্বর: রোসালিন কার্টার (৯৬), মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি, জিমি কার্টারের স্ত্রী।

২৯ নভেম্বর:  হেনরি কিসিঞ্জার (১০০), মার্কিন কূটনীতিক। যুদ্ধবাজ হিসেবে সমালোচিত কিসিঞ্জার দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীর রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ এক প্রভাবক ছিলেন।

৩০ নভেম্বর: শেন ম্যাকগোয়ান (৬৫), আইরিশ সঙ্গীতশিল্পী, গীতিকার। কেলটিক ফোক 'পাঙ্ক ব্যান্ড দ্য পগুস' এ গাইতেন।

ডিসেম্বর

১ ডিসেম্বর: সান্ড্রা ডে ও কনোর (৯৩), মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের প্রথম নারী বিচারক। ১৯৮১ সালে রোনাল্ড রিগানের সরকার তাকে নিয়োগ করেছিল।

৮ ডিসেম্বর: রায়ান ও নিল (৮২) মার্কিন হার্টথ্রব অভিনেতা। 'লাভ স্টোরি' ও 'ব্যারি লিন্ডন' তাকে খ্যাতি এনে দেয়।

১১ ডিসেম্বর: বুলেলওয়া কুতুকানা ওরফে জাহারা (৩৬), দক্ষিণ আফ্রিকান আফ্রো-পপ সেনসেশন। যকৃতের সিরোসিসে প্রয়াত।

১৪ ডিসেম্বর: বেটি কুপার হার্নেস (৯৬), আমেরিকান রাজনীতিবিদ। মিসৌরির সাবেক ফার্স্ট লেডি (১৯৬৫-৭৩), মিসৌরির হাউস অব রিপ্রেজেন্টিটিভস এর সদস্য (১৯৭৯-৮৯)।

১৪ ডিসেম্বর: জর্জ ম্যাকগিনিস (৭৩), আমেরিকান হল অব ফেম বাস্কেটবল খেলোয়াড়।

২৪ ডিসেম্বর: ডেভিড লিল্যান্ড (৮২), ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক (উইশ ইউ অয়্যার হেয়ার, ভার্জিন টেরিটরি) ও চিত্রনাট্যকার (মোনা লিসা)। বাফটা পুরস্কার বিজয়ী (১৯৮৮)।

২৯ ডিসেম্বর: স্যার মাইকেল হার্ডি বয়েস (৯২), নিউজিল্যান্ডের আইনজীবী, বিচারক ও ভাইস-রিগাল রিপ্রেসেন্টিটিভ। উচ্চ আদালতে বিচারক (১৯৮০-৮৯), গভর্নর জেনারেল (১৯৯৬-২০০১), প্রিভি কাউন্সিলর (১৯৮৯-২০২৩)।

৩০ ডিসেম্বর: খাচিম কার্মোকভ (৮২), রাশিয়ান রাজনীতিবিদ, সংসদ সদস্য (১৯৯৩-৯৫), সিনেটর (২০০১-২০০৯)।

গ্রন্থনা: মাহমুদ নেওয়াজ জয়

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

9h ago