পাপুয়া নিউগিনির গ্রামে ভূমিধসে মৃত অন্তত ১০০

পাপুয়া নিউগিনিতে ভূমিধসে ১০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। ছবি: এএফপি
পাপুয়া নিউগিনিতে ভূমিধসে ১০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। ছবি: এএফপি

পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলের একটি দুর্গম এলাকায় বড় আকারের ভূমিধসে অন্তত ১০০ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে রয়টার্স।

এনগা প্রদেশের কাওকালাম গ্রামে এই ঘটনা ঘটে। গ্রামটি রাজধানী পোর্ট মোর্সবি থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

রাত ৩টার সময় যখন ভূমিধস শুরু হয়, তখন গ্রামের বেশিরভাগ বাসিন্দা ঘুমে ছিলেন।

প্রধানমন্ত্রী জেমস মারাপে এক বিবৃতিতে জানান, তিনি এখনো পরিস্থিতি নিয়ে স্বয়ংসম্পূর্ণ ব্রিফিং পাননি। তবে তিনি আশ্বস্ত করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই দুর্যোগের মোকাবিলায় কাজ করছে।

পাপুয়া নিউগিনিতে ভূমিধসে ১০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। ছবি: এএফপি
পাপুয়া নিউগিনিতে ভূমিধসে ১০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। ছবি: এএফপি

'আমরা এনগার প্রাদেশিক ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ত্রাণ, মরদেহ উদ্ধার ও অবকাঠামো পুনর্নির্মাণ উদ্যোগে সমন্বয় করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রতিরক্ষা বাহিনী, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের পাঠাচ্ছি', যোগ করেন তিনি।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) ও অন্যান্য স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে ১০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন।  তবে রয়টার্স এই তথ্য নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি।

স্থানীয় গণমাধ্যমে বাসিন্দাদের বরাত দিয়ে বলা হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফটো ও ভিডিওতে ধ্বংসের মাত্রা দেখা যায়। এলাকাবাসীরা বড় বড় পাথর সরানোর চেষ্টা করছেন। অসংখ্য গাছ উপড়ে গেছে এবং ভেঙে পড়া ভবনের ধ্বংসাবশেষের নিচে অনেকেই চাপা পড়েছেন।

কয়েকটি ছবিতে পাথরে নিচ থেকে মানুষকে বের করে আনার দৃশ্য দেখা গেছে।

পুলিশের কাছে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তারা সাড়া দেয়নি।

 

Comments

The Daily Star  | English

Yunus joins stakeholders’ dialogue on Rohingya crisis in Cox’s Bazar

The three-day conference began with the aim of engaging global stakeholders to find solutions to the prolonged Rohingya crisis

22m ago