সুস্থ হয়ে উঠছেন নোয়াম চমস্কি, আইসিইউ থেকে নেওয়া হয়েছে সাধারণ বেডে

২০২৩ সালের জুনে স্ট্রোক করেন নোয়াম চমস্কি।
Noam Chomsky
নোয়াম চমস্কি। ছবি: সংগৃহীত

এক বছর আগে স্ট্রোক করে গুরুতর অসুস্থ অবস্থায় ব্রাজিলের একটি হাসপাতালে ভর্তি হওয়া ভাষাবিদ ও মানবাধিকার কর্মী নোয়াম চমস্কির শারীরিক অবস্থার 'উল্লেখযোগ্য' উন্নতি হয়েছে।

গতকাল বুধবার এপির এক প্রতিবেদনে নোয়াম চমস্কির স্ত্রী ভ্যালেরিয়া চমস্কির বরাতে বলা হয়, ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন ৯৫ বছর বয়সী নোয়াম চমস্কি।

টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের জুনে স্ট্রোক করেন নোয়াম চমস্কি। তখন মার্কিন চিকিৎসকরা জানান যে, তাদের তেমন কিছু করার নেই।

এরপরই নোয়াম চমস্কির স্ত্রী ভ্যালেরিয়া সিদ্ধান্ত নেন যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশ ব্রাজিল চলে যাওয়ার এবং সেখানেই চমস্কিকে বিশেষায়িত চিকিৎসা দেওয়ার। ২০১৫ সালেই দেশটিতে বাড়ি করে রেখেছিলেন তারা।

একটি এয়ার অ্যাম্বুলেন্সে ব্রাজিল নেওয়ার পর নোয়াম চমস্কিকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। প্রতিদিন নিউরোলজিস্ট, স্পিচ থেরাপিস্ট ও ফুসফুস বিশেষজ্ঞরা তার দেখাশোনা করছেন।

ব্রাজিলিয়ান গণমাধ্যম ফোলহা ডি সাও পাওলোর বরাতে টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, 'বর্তমানে তার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তাকে আইসিইউ থেকে সাধারণ রুমে নেওয়া হয়েছে।'

ভ্যালেরিয়া চমস্কি জানিয়েছেন, নোয়াম চমস্কির কথা বলতে অসুবিধা হচ্ছে এবং তার শরীরের ডান দিক পক্ষাঘাতগ্রস্ত হয়েছে।

তিনি জানান, তার স্বামী এখন নিয়মিত খবর দেখছেন এবং গাজা যুদ্ধের ছবি দেখলে তিনি ক্রোধান্বিত হন।

ভ্যালেরিয়া চমস্কি জানান, তিনি নোয়াম চমস্কিকে নিয়ে রিও ডি জেনিরোর সমুদ্র সৈকতের কাছাকাছি একটি অ্যাপার্টমেন্টে ওঠার পরিকল্পনা করছেন। যাতে যেখানকার রৌদ্রোজ্জ্বল পরিবেশ নোয়ামের সুস্থতার জন্য উপযোগী হয়।

নোয়াম চমস্কির সুস্থ হয়ে উঠছেন জানতে পেরে ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয় তাকে ভাষাবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের অ্যাডহক অধ্যাপক হিসেবে নিয়োগ দিতে চাইছে।

প্রতিবাদ ও স্বাধীনতার প্রতীক হিসেবে দেখা হয় নোয়াম চমস্কিকে। এই মানবাধিকার কর্মী প্রায়শই নানা বিষয়ে মার্কিন নীতির সমালোচনা করেছেন।

গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর নোয়াম চমস্কির মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়েছিল।

নোয়াম চমস্কি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির ফ্যাকাল্টি সদস্য ছিলেন দীর্ঘদিন। ২০১৭ সালে তিনি অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল অ্যান্ড বিহ্যাভিওরাল সাইন্সেস কলেজে যোগ দেন।

 

Comments

The Daily Star  | English

Tawfiq-e-Elahi arrested in Gulshan

Former prime minister Sheikh Hasina's Energy Adviser Tawfiq-e-Elahi Chowdhury was arrested from Dhaka's Gulshan tonight.

3h ago