বেলুচিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ৩৫

পাকিস্তানে বেলুচিস্তানে বাস দুর্ঘটনায় ১১ জন নিহত। ছবি: ডন
পাকিস্তানে বেলুচিস্তানে বাস দুর্ঘটনায় ১১ জন নিহত। ছবি: ডন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মাকরান উপকূলীয় মহাসড়কে বাস দুর্ঘটনায় ১১ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। মোড় ঘোরার সময় বাসটি উল্টে একটি খাদে পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

আজ রোববার এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। 

ইরান থেকে পাঞ্জাবের উদ্দেশে রওনা হওয়া বাসটি আরব সাগরের তীরে নির্মিত মাকরান উপকূলীয় মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বেলুচিস্তান প্রদেশের জেলা-শহর হাবের কাছে দুর্ঘটনায় পতিত হয়। 

বাসে ৭০ জন যাত্রী ছিল বলে জানা গেছে। পুলিশের সূত্ররা জানিয়েছে, বাসের বেশিরভাগ যাত্রী লাহোর ও গুজরানওয়ালার বাসিন্দা।

লাসবেলা জেলার কমিশনার (ডিসি) হুমায়রা বালোচ জানান, কোস্ট গার্ড, রাসমালান শহরের প্রাথমিক স্বাস্থ্য ইউনিট (বিএইচ ইউ), এমইআরসি (জরুরি চিকিৎসা সেবা সংস্থা) ১১২২ এর রাসমালান শাখা যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। 

আহতদের মধ্যে সাত জনকে ডিএইচকিউ উথাল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান ডিসি হুমায়রা। তিনি আরও জানান, এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, বাসের নিচে আহত মানুষ ও নিহতদের মরদেহ চাপা পড়ে থাকতে পারে। বাসটিকে সরিয়ে নিতে ক্রেনের ব্যবস্থা করা হচ্ছে।

প্রেসিডেন্ট আসিফ জারদারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তার দল পিপিপির আনুষ্ঠানিক পেইজে এই বার্তা প্রকাশ করা হয়।

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

8h ago