যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতি বদলাবেন না কমলা হ্যারিস

নির্বাচনী প্রচারণায় কমলা হ্যারিস। ছবি: রয়টার্স
নির্বাচনী প্রচারণায় কমলা হ্যারিস। ছবি: রয়টার্স

আনুষ্ঠানিকভাবে বাইডেনের বদলে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যমের কাছে সাক্ষাৎকার দিয়েছেন কমলা হ্যারিস। তার এই সাক্ষাৎকারে উঠে এসেছে ইসরায়েল নিয়ে দৃষ্টিভঙ্গিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়।

গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে রয়টার্স।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্চালক ছিলেন ডানা ব্যাশ। বাইডেন-ট্রাম্পের বিতর্কেও তিনি সঞ্চালকের ভূমিকা পালন করেছিলেন।

এই সাক্ষাৎকারে কমলা প্রমাণ করার চেষ্টা করেন, তিনি চলমান সব ঘটনা সম্পর্কে অবগত। রাষ্ট্রপ্রধান হলে যেসব নীতি নিয়ে কাজ করবেন, সেগুলোর ওপরও আলোকপাত করার চেষ্টা করেন ভারতীয় বংশোদ্ভূত কমলা।

কমলা জানান, ইসরায়েলকে অস্ত্র না দেওয়ার কোনো কারণ দেখেন না তিনি। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে (মেক্সিকো) অভিবাসন নিয়ে আরও কঠোর অবস্থানের পক্ষেও মত দেন তিনি।

তিনি জানান, নতুন করে সীমান্ত আইন তৈরিতে জোর দেবেন তিনি, যাতে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন কমে আসে।

'ইতোমধ্যে আমাদের কিছু আইন আছে, যা অনুসরণ করতে হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। যেসব মানুষ অবৈধভাবে সীমান্ত পার হয়ে আসছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তাদেরকে এই অবৈধ কাজের পরিণাম ভোগ করতে হব'', যোগ করেন তিনি।

ইসরায়েলের প্রতি প্রেসিডেন্ট জো বাইডেনের 'অন্ধ সমর্থন' নীতির পক্ষেই কথা বলেন কমলা। প্রকারান্তরে, তিনি জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতি বদলাবেন না। 

গাজায় গণহত্যামূলক ও নির্বিচার হামলা চালিয়ে অসংখ্য বেসামরিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। যার ফলে, ডেমোক্র্যাটিক পার্টির এক মহল থেকে ইসরায়েলকে মার্কিন অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি থাকলেও কমলা এ বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কমলা হ্যারিস। ছবি: সংগৃহীত
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কমলা হ্যারিস। ছবি: সংগৃহীত

কমলা জানান, সব সময়ই ইসরায়েলকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে দেখতে চান তিনি। তবে গাজার সংঘাতে যুদ্ধবিরতির জন্য 'আমাদেরকে একটি চুক্তি সম্পন্ন করতে হবে', বলেন তিনি।

ইসরায়েলকে অস্ত্র পাঠানো বন্ধ রাখবেন কি না, এ প্রশ্নের জবাবে কমলা বলেন, 'না, (বরং) আমাদেরকে (যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির) চুক্তি চূড়ান্ত করতে হবে।'

বাইডেন প্রশাসনের নীতিমালা প্রণয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের। এখনো বাইডেনের সঙ্গেই কাজ করে যাচ্ছেন তিনি।

ইসরায়েল প্রসঙ্গে কমলার এই নীতিতে অটল থাকার বিষয়ে হতাশা প্রকাশ করেছেন আব্বাস আলাউইহ। তিনি 'আনকমিটেড ন্যাশনাল মুভমেন্ট' নামের একটি অলাভজনক সংস্থা, যারা মূলত বাইডেন প্রশাসনের ইসরায়েল নীতির বিরোধিতা করে থাকে।

'যদি ভাইস প্রেসিডেন্ট (কমলা) যুদ্ধবিরতির পক্ষে থাকেন, তাহলে তাকে শিগগির যুদ্ধাস্ত্র পাঠানো বন্ধের উদ্যোগে সমর্থন জানাতে হবে', বলেন আলাউইহ।

সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ও কমলার রানিং মেট টিম ওয়ালজও অংশ নেন।

সাক্ষাৎকারে কমলার সঙ্গে তার রানিং মেট টিম ওয়ালজও অংশ নেন। ছবি: ভিডিও থেকে স্ক্রিণশট
সাক্ষাৎকারে কমলার সঙ্গে তার রানিং মেট টিম ওয়ালজও অংশ নেন। ছবি: ভিডিও থেকে স্ক্রিণশট

সাক্ষাৎকারে কমলা উল্লেখ করেন, নির্বাচিত হলে তিনি তার মন্ত্রিসভায় রিপাবলিকান পার্টির অন্তত একজন সদস্যকে অন্তর্ভুক্ত করবেন।

'আমি মনে করি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় টেবিলে ভিন্ন মতাদর্শ ও অভিজ্ঞতাসম্পন্ন মানুষ থাকা জরুরি। আমি মনে করি আমার মন্ত্রিসভায় একজন রিপাবলিকান সদস্য থাকলে তা মার্কিন জনগণের উপকারে আসবে।'

সাম্প্রতিক মতামত জরিপে ৪৫% শতাংশ ভোট পেয়ে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন কমলা। রয়টার্স ও গবেষণা সংস্থা ইপসোসের যৌথ পরিচালনায় আয়োজিত এই জরিপে ৪১% ভোট পান ট্রাম্প।

সাক্ষাৎকারে মূল্যস্ফীতি নিয়ে বাইডেন প্রশাসনের নীতিমালার পক্ষ নিয়ে কমলা জানান, কোভিড-পরবর্তী পরিস্থিতিতে তারা মূল্যস্ফীতি কমানোর সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে পোস্ট করে কমলা হ্যারিসের সাক্ষাৎকারের প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি বলেন, 'আমি কমরেড কমলা হ্যারিসের সঙ্গে (সেপ্টেম্বরে) বিতর্কে অংশ নেওয়ার জন্য মুখিয়ে আছি। তিনি যে একজন প্রতারক, আমি তা (ঐ বিতর্কে) উন্মোচন করব।'

ট্রাম্প প্রায়ই কমলা হ্যারিসকে মার্ক্সবাদী বলে উল্লেখ করেন। যদিও তার এই দাবির স্বপক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ নেই।

২১ জুলাই বাইডেন তার প্রার্থিতা প্রত্যাহারের পর আনুষ্ঠানিকভাবে কমলা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন এবং টিকটকেও সাক্ষাৎকার দেন। তবে এটাই ছিল তার প্রথম গণমাধ্যমের মুখোমুখি হওয়া, এবং বিশ্লেষকরা বলছেন, তেমন কোনো সমস্যা ছাড়াই উতরে গেছেন কমলা। 

Comments

The Daily Star  | English

Private investment sinks to five-year low

Private investment as a percentage of the gross domestic product has slumped to its lowest level in five years, stoking fears over waning business confidence and a slowdown in job creation.

10h ago