গাজায় হামাসের পেতে রাখা বোমায় শীর্ষ ইসরায়েলি কমান্ডার নিহত

ইসরায়েলি কমান্ডার এহসান দাকসা। ফাইল ছবি: আইডিএফের ওয়েবসাইট থেকে নেওয়া
ইসরায়েলি কমান্ডার এহসান দাকসা। ফাইল ছবি: আইডিএফের ওয়েবসাইট থেকে নেওয়া

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ৪০১তম আর্মার্ড ব্রিগেডের কমান্ডার কর্নেল এহসান দাকসা উত্তর গাজা উপত্যকায় নিহত হয়েছেন।

গতকাল রোববার আইডিএফের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।  

ইসরায়েলের দ্রুজ অধ্যুষিত শহর দালিয়াত আল-কারমেলের বাসিন্দা দাকসা (৪১) গাজার যুদ্ধে নিহত ইসরায়েলি সেনাদের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা। মোট ছয়জন আইডিএফ কর্নেল এক বছরব্যাপী যুদ্ধে নিহত হয়েছেন।

তাদের মধ্যে চার জনই ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত হন।

আইডিএফের তদন্তে জানা গেছে, প্রাণ হারানোর আগে জাবালিয়া অঞ্চলে দাকসা ও কয়েকজন কর্মকর্তা একটি ট্যাংকের বাইরে দাঁড়িয়ে ছিলেন। ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে লড়ছিলেন তারা।

দাকসা, ৫২তম ব্যাটালিয়নের কমান্ডার ও অপর দুই কর্মকর্তা ট্যাংক থেকে বের হয়ে কয়েক মিটার হেঁটে একটি পর্যবেক্ষণ চৌকির কাছে যান।

জাবালিয়ায় নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। ছবি: আইডিএফের ওয়েবসাইট থেকে নেওয়া
জাবালিয়ায় নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। ছবি: আইডিএফের ওয়েবসাইট থেকে নেওয়া

চৌকির আশেপাশের জায়গাটিতে বোমার ফাঁদ পেতে রাখা ছিল। সেই বোমার বিস্ফোরনে দাকসা ঘটনাস্থলেই নিহত হন। তার সঙ্গে থাকা ৫২তম ব্যাটালিয়নের কমান্ডার গুরুতর আহত হন এবং অপর দুই কর্মকর্তাও আহত হন।

তবে দুই কর্মকর্তার আঘাত গুরুতর নয়।

জুনে ৪০১তম ব্রিগেডের দায়িত্ব নেন দাকসা।

দাকসার অকাল প্রয়ানে তার স্থলাভিষিক্ত হয়েছেন কর্নেল মেইর বাইডারম্যান। তিনি ১৬২তম ডিভিশনের উপ-প্রধান ছিলেন। আপাতত ৪০১তম ব্রিগেডের অস্থায়ী কমান্ডার হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।

নিহত ইসরায়েলি কমান্ডার এহসান দাকসা। ছবি: আইডিএফের ওয়েবসাইট থেকে নেওয়া
নিহত ইসরায়েলি কমান্ডার এহসান দাকসা। ছবি: আইডিএফের ওয়েবসাইট থেকে নেওয়া

দাকসার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্ট। তিনি তাকে 'একজন সাহসী কমান্ডার, বীর যোদ্ধা ও দেশের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখা এখন সামরিক কর্মকর্তা' হিসেবে অভিহিত করেন।

এ মাসের শুরুতে নতুন করে জাবালিয়ায় স্থল অভিযান শুরু করে আইডিএফ। তাদের দাবি, সেখানে এখনো হামাস কর্মী ও অবকাঠামো টিকে রয়েছে। এমন কী, সেখানে নতুন করে পুনর্গঠিত হচ্ছ হামাস, এমন দাবিও করেছে আইডিএফ।

 

Comments

The Daily Star  | English

Some news outlets, people spreading lies about number of cops killed in uprising: CA press wing

PHQ published list of 44 killed; anyone claiming a higher number is requested to provide proof

1h ago