ইরাক ও সিরিয়ায় কুর্দি বিদ্রোহীদের ওপর তুরস্কের বিমান হামলা

আঙ্কারায় একটি অ্যারোস্পেস কোম্পানির সদরদপ্তরে হামলার জবাবে ইরাকের উত্তরাঞ্চল ও সিয়ায় পিকেকের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে তুরস্ক।
তুরস্কের রাজধানী আঙ্কারায় অ্যারোস্পেস কোম্পানিতে হামলা হওয়ার পর অ্যাম্বুলেন্সের সারি। ছবি: এএফপি

আঙ্কারায় রাষ্ট্রায়ত্ত অ্যারোস্পেস প্রতিষ্ঠানে সশস্ত্র হামলার ঘটনায় কুর্দি বিদ্রোহীদের সংগঠন পিকেকে-কে দায়ী করেছে তুরস্ক। হামলার জবাবে ইরাকের উত্তরাঞ্চল ও সিয়ায় পিকেকের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে তুরস্ক।

গতরাতে আঙ্কারায় তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদরদপ্তরে হামলায় পাঁচ জন নিহত হন। নিহতদের মধ্যে চার জন অ্যারোস্পেস প্রতিষ্ঠানটির কর্মী। নিহত অন্য জন ট্যাক্সি চালক। এই হামলায় কুর্দি বিদ্রোহীদের দায়ী করা হলেও এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

তুরস্কের গণমাধ্যমের খবরে জানানো হয়, হামলায় একজন নারী ও একজন পুরুষ অংশ নেন। নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারীরা নিহত হয়েছেন।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বিমান বাহিনী ইরাক ও সিয়ার উত্তরাঞ্চলে বেআইনি সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী আলি ইয়ারলাইকায়া বলেছেন, আঙ্কারায় হামলাকারীরা খুব সম্ভবত পিকেকে সদস্য।

 

Comments

The Daily Star  | English
interim government's dialogue with BNP

BNP wary of constitutional vacuum

The BNP appears to be apprehensive about the sudden controversy over the resignation letter of ousted prime minister Sheikh Hasina.

7h ago