আকাশসীমা লঙ্ঘন: জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে ইরাকের নালিশ

ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধও বিমান। ফাইল ছবি: সংগৃহীত
ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধও বিমান। ফাইল ছবি: সংগৃহীত

জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে ইরাক। বাগদাদের অভিযোগ, ইরানের বিরুদ্ধে হামলা পরিচালনার সময় ইরাকের আকাশসীমা লঙ্ঘন করেছে ইসরায়েল।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

সরকারি মুখপাত্র বাসিম আলাওয়াদির বিবৃতিতে বলা হয়, জায়নিস্ট শাসক ২৬ অক্টোবর ইরানের বিরুদ্ধে হামলা পরিচালনার জন্য ইরাকের আকাশসীমা লঙ্ঘন করেছে। এতে শুধু আকাশসীমা নয়, ইরাকের সার্বভৌমত্বেরও লঙ্ঘন হয়েছে। ইরাক তাদের আকাশসীমা লঙ্ঘনের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছে।

বেশ কয়েক মাস ধরে ইরান-ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা ও পাল্টা হামলা চালাচ্ছে। এই ধারাবাহিকতায় সর্বশেষ শনিবার ইরানে সামরিক অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েলের দাবি, ১ অক্টোবর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই হামলা।

এর আগে হামলায় ইসরায়েল, ইরাকের মার্কিন নিয়ন্ত্রিত আকাশসীমা ব্যবহার করেছে বলে দাবি করে ইরানের সেনাবাহিনী।

ইসরায়েলি এফ-১৫ যুদ্ধ বিমান। ফাইল ছবি: সংগৃহীত
ইসরায়েলি এফ-১৫ যুদ্ধ বিমান। ফাইল ছবি: সংগৃহীত

গতকাল রোববার ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, ইরানের সীমান্ত থেকে ১০০ কিলোমিটারের মধ্যে অবস্থান করছিল ইসরায়েলি যুদ্ধবিমানগুলো।

সেখানে ইরাকের মার্কিন নিয়ন্ত্রিত আকাশসীমা ব্যবহার করে ইরানের লক্ষ্যবস্তুতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইরানের সেনাবাহিনী মতে, এই 'অবৈধ' আক্রমণের সময় ইসরায়েলের 'উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র' সনাক্ত করেছে তারা এবং 'শত্রু বিমানগুলোকে দেশের আকাশসীমায়' প্রবেশ করতে দেয়নি।

জেনারেল স্টাফের পক্ষ থেকে আরও বলা হয় এই আগ্রাসনের যথাযথ জবাব দেওয়ার অধিকার আছে তাদের। তবে তা সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতি ও লেবাননে 'নিরীহ মানুষকে' হত্যা বন্ধের দাবি পুনর্ব্যক্ত করে ইরানের সেনাবাহিনী।

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

1h ago