সিরিয়ার সীমান্ত দখলের নির্দেশ নেতানিয়াহুর

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি:
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনকে ইসরায়েলের সামরিক অভিযানের ফসল হিসেবে আখ্যা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আসাদের পতনের পর আজ রোববার সিরিয়া সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। সীমান্তের সিরিয়া অংশের 'বাফার জোন' দখলেরও ডাক দিয়েছেন। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের মধ্য দিয়ে সিরিয়ার গোলান মালভূমি দখল করে ইসরায়েল। এরপর ১৯৭৪ সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠার চুক্তি করা হয়। এই চুক্তির পর গত ৫০ বছরে সীমিত অভিযান ছাড়া এই রেখা অতিক্রম করেনি ইসরায়েল। 

আজ আসাদ পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে নেতানিয়াহু ঘোষণা করেন, আসাদের পতন ইরান ও ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের 'সরাসরি ফসল'। 

আজ গোলান মালভূমি পরিদর্শনের সময় নেতানিয়াহু দাবি করেন, সিরিয়ার সঙ্গে ১৯৭৪ সালের চুক্তি আর কার্যকারিতা নেই। 

তিনি বলেন, 'মন্ত্রিপরিষদের সমর্থন নিয়ে, প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে মিলে আমি আইডিএফকে (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) বাফার জোন এবং এর কাছাকাছি প্রভাবশালী জায়গাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশ দিয়েছি। আমরা কোনো শত্রুকে আমাদের সীমান্তের কাছে আসতে দেব না।' 

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

3h ago