সিরিয়ায় ফেলে রাখা বোমা বিস্ফোরণে নিহত ১৬

সিরিয়ায় ফেলে রাখা বোমা বিস্ফোরণে চার তলা ভবন ধ্বংস হয়েছে। ছবি: এএফপি
সিরিয়ায় ফেলে রাখা বোমা বিস্ফোরণে চার তলা ভবন ধ্বংস হয়েছে। ছবি: এএফপি

সিরিয়ায় একটি বড় আকারের বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। দেশটিতে দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধের সময় ফেলে যাওয়া বোমাই এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ী। 

আজ রোববার স্থানীয় সিভিল ডিফেন্স কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

ভূমধ্যসাগরের তীরবর্তী শহর লাতাকিয়া গতকাল শনিবার এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে চার তলা একটি ভবন পুরোপুরি ধ্বংস হয়েছে।

উদ্ধারকাজে নিযুক্ত কর্মকর্তারা রাতভর ধ্বংসস্তুপের নিচ থেকে মরদেহ বের করেছেন। নিহতদের মধ্যে পাঁচটি শিশুও রয়েছে।

সিরিয়ার সিভিল ডিফেন্স দপ্তর জানায়, অ্যাপার্টমেন্ট ব্লকের একটি 'হার্ডওয়্যারের দোকানে বিস্ফোরণের ফলে' ১৬ জন নিহত হয়েছেন।

'জীবিতদের উদ্ধার ও খোঁজাখুঁজির অভিযান অব্যাহত রয়েছে', যোগ করে সংস্থাটি।

টেলিগ্রামে দেওয়া পোস্ট আরও জানানো হয়, অন্তত ১৮ জন এই দুর্ঘটনায় আহত হয়েছেন।

সিরিয়ার সানা সংবাদমাধ্যম জানিয়েছে, এক ব্যক্তি পুরনো জিনিস থেক ধাতু বের করার সময় একটি অবিস্ফোরিত বোমার সংস্পর্শে আসেন। ওই ব্যবসায়ীর হাত ধরে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। 

যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ নিরীক্ষক দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই বিস্ফোরণকে 'দুর্ঘটনা' বলে অবহিত করেছে।

গত মাসে ত্রাণ সংস্থা হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুসন সতর্ক করেছে, সিরিয়ার গৃহযুদ্ধের সময় বিভিন্ন জায়গায় ফেলে যাওয়া অবিস্ফোরিত বোমা ও বিস্ফোরক দেশটির নাগরিকদের জন্য প্রাণঘাতী ঝুঁকির সৃষ্টি করতে পারে।

সংস্থাটি জানায়, বিশেষজ্ঞদের হিসাবমতে, ওই যুদ্ধে ব্যবহৃত ১০ লাখ বিস্ফোরকের মধ্যে এক থেকে তিন লাখ অবিস্ফোরিত অবস্থায় দেশটির বিভিন্ন জায়গায় পড়ে আছে।

Comments

The Daily Star  | English
bangladesh to clear rooppur dues

Govt moves to clear Rooppur dues to Russia after US waiver

Central bank seeks nod from Washington after Russia's reply

11h ago