অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়ে গেছে সিঙ্গাপুরের আয়তনের সমান এলাকা

অস্ট্রেলিয়ায় দাবানলের ঘটনা খুবই সাধারণ। ফাইল ছবি: এএফপি
অস্ট্রেলিয়ায় দাবানলের ঘটনা খুবই সাধারণ। ফাইল ছবি: এএফপি

অস্ট্রেলিয়ার দমকলকর্মীরা শুক্রবার বলেছেন, তারা দেশটির একটি জাতীয় উদ্যানে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণ করতে কাজ করছেন। ইতোমধ্যে এই দাবানল সিঙ্গাপুরের আয়তনের অঞ্চলটিকে গ্রাস করেছে।

সিডনি থেকে এএফপি জানায়, পূর্বাঞ্চলীয় রাজ্য ভিক্টোরিয়া গত সপ্তাহে চরম দাবানল পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এ সময় অসংখ্য দাবানলের কারণে কয়েক ডজন গ্রাম ভিত্তিক জনগোষ্ঠীকে নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

রাজ্য নিয়ন্ত্রণ কেন্দ্রের মুখপাত্র লুক হেগার্টি বলেন, এই দাবানলে এখন পর্যন্ত মেলবোর্ন থেকে ২৪০ কিলোমিটার পশ্চিমের গ্র্যাম্পিয়ানস ন্যাশনাল পার্কের ৭৪ হাজার হেক্টর এলাকা পুড়িয়ে ভস্মীভূত করেছে।

তিনি অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসিকে বলেন, 'আমরা এমন একটি দাবানল নিয়ে কথা বলছি যা মোটামুটি সিঙ্গাপুরের আয়তনের অঞ্চল পুড়িয়ে দিয়েছে। আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। তবে গ্র্যাম্পিয়ানদের ৩৬০ কিলোমিটারেরও বেশি আয়তনের দাবানল নিয়ন্ত্রণ করতে আরও সময় লাগবে।

কর্তৃপক্ষ জানায়, দাবানলে বসতবাড়ির ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোন প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।

Comments