অশীতিপরদের জন্য ‘টেকনো ডান্স’ পার্টি

ডান্স পার্টিতে আশি বছর বয়সীরা। ছবি: ডয়চে ভেলে
ডান্স পার্টিতে আশি বছর বয়সীরা। ছবি: ডয়চে ভেলে

বেলজিয়ামের এক সংস্থা সম্প্রতি এক অভিনব পার্টির আয়োজন করেছে। ন্যুনতম ৮০ বছর বয়সী, অশীতিপর বৃদ্ধ-বৃদ্ধাদের 'টেকনো ডান্স' পার্টিতে নিয়ে গেছে এই মানবিক সংস্থাটি।

কেয়ার হোমে বাস করা এই ব্যক্তিদের অনেকে বিষয়টি পছন্দ করেছেন, আর অনেকে বিষয়টি উপভোগ করেননি ৷ বয়স্কদের জীবনে আনন্দ এনে দিতে কাজ করে ওই সংস্থা ৷

পার্টিতে যাওয়ার আগে সেজেগুজে তৈরি হওয়া রিয়া পঁশেলে অঁন্দ্রের জন্য নতুন নয় ৷ তবে কেয়ার হোমের এই বাসিন্দা ৮৮ বছর বয়সে একটি টেকনো উৎসবের আমন্ত্রণ পাবেন, তা ভাবেননি ৷

তিনি বলেন, 'হ্যাঁ আমি পার্টিতে যেতাম ৷ একটি বল-এ আমার স্বামীর সঙ্গে পরিচয় হয়েছিল ! ঐ যুগে আপনাকে লং ড্রেস পরতে হতো !'

ব্রাসেলসে চার সন্তানকে বড় করেছেন রিয়া ৷ একটি আর্ট গ্যালারিও চালিয়েছেন ৷ এখন এই বয়সে নতুন অভিজ্ঞতা পাওয়ার সম্ভাবনা কমই থাকে বলে মত দিন তিনি।

কেয়ার হোমের কর্মী সোনিয়া ফ্লোয়মঁ বলেন, 'আগে তারা আনন্দে জীবন কাটিয়েছেন, কিন্তু এখন কেয়ার হোমে থাকছেন ৷ বাইরে যাওয়ার অভ্যাস তাদের হারিয়ে গেছে ৷ অনেকে আর বাইরে যেতে চান না।'

তবে আজ তারা শহরে যাচ্ছেন ৷ রিয়াসহ অন্যরা ডে ট্রিপের প্রস্তুতি নিচ্ছেন ৷ স্থানীয় অলাভজনক প্রতিষ্ঠান 'পাপি বুম' এই অনুষ্ঠানের আয়োজন করেছে ৷ তারা বয়স্ক মানুষদের আনন্দ দিতে চান ৷

সেদিনের গন্তব্য ছিল ফ্লোবেক শহরের একটি ডান্স মিউজিক উৎসব৷

পাপি বুমের উদ্যোগে ডান্স ক্লাবে বুড়ো-বুড়ীরা তরুণদের সঙ্গে নাচ উপভোগ করছেন। ফাইল ছবি: রয়টার্স
পাপি বুমের উদ্যোগে ডান্স ক্লাবে বুড়ো-বুড়ীরা তরুণদের সঙ্গে নাচ উপভোগ করছেন। ফাইল ছবি: রয়টার্স

আগে এমন এক ডে ট্রিপের কথা শুনে উৎসবের আয়োজকরা রিয়াদের আমন্ত্রণ জানায় ৷ উৎসবস্থলে উপস্থিত হওয়ার পর রিয়া ও সঙ্গীরা ডান্সফ্লোর মাতানো শুরু করেন ৷

পার্টি বেশ উপভোগ করেছেন রিয়া ৷ তিনি বলেন, 'কেয়ার হোমকে আমি লিখে জানাবো, বিষয়টা দারুণ ছিল, সবাই খুব বন্ধুবৎসল ছিলেন ৷ মনে হচ্ছে, বয়স ২০ বছর কমে গেছে! '

বয়স্করা দ্রুতই তরুণদের মন জয় করে নেন ৷ এক তরুণী বললেন, 'আমি নিশ্চিত, আমিও তাদের বয়সে এখানে নাচবো ৷'

আরেকজন বললেন, 'এটি সত্যিই বিভিন্ন প্রজন্মকে একত্রিত করেছে !'

তবে রিয়ার সব সঙ্গী পার্টি উপভোগ করেননি ৷ যেমন কোকো বলেন, 'মিউজিক একেবারেই আমার বিষয় নয় ৷ অনেক বেশি "বুম, বুম, বুম" শব্দে মাথা ধরে গেছে ৷'

ডান্স ক্লাবে যাওয়ার আগে সাজসজ্জা। ফাইল ছবি: রয়টার্স
ডান্স ক্লাবে যাওয়ার আগে সাজসজ্জা। ফাইল ছবি: রয়টার্স

ট্রিপ পরিকল্পনাকারীদের সবার নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হয়েছে ৷ ইভেন্টের আগে তারা প্রত্যেকের ব্যক্তিগত চাহিদা সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন যেন উৎসব চলাকালীন কোনো সমস্যা হলে সামাল দেওয়া যায় ৷

পাপি বুমের প্রতিষ্ঠাতা ইউসেফ কাডার বলেন, 'ঝুঁকি যেন অনেক বেশি না হয় সে ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে ৷ আমরা চাই তারা যেন সুস্থ শরীরে কেয়ার হোমে ফিরে যেতে পারেন৷ সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত নিয়ে যেতে পারেন৷ বয়স্করাও আনন্দ করতে পারেন! তারা নতুন কিছুর অভিজ্ঞতা নিতে চান৷ আমি তাদের সহায়ক হতে চাই৷'

ইউসেফের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আছে বয়স্কদের জন্য স্পিড ডেটিং ইভেন্ট এবং তাদের নাইট ক্লাব ও কনসার্টে নিয়ে যাওয়া৷

রিয়া বলছেন, তিনি অবশ্যই পরের ট্রিপগুলোতেও অংশ নেবেন৷ তিনি বলেন, 'আমি যখন আমার ছেলেদের এটা সম্পর্কে বলবো, তারা বিশ্বাস করবে না৷ তারা মনে করবে, আমি পাগল হয়ে গেছি! জীবনে সবসময় আনন্দ দরকার, ফুর্তিতে থাকা দরকার৷'

Comments

The Daily Star  | English

Threat of fresh Rohingya influx looms as clashes erupt in Myanmar

Residents, gripped by panic, reported that this was the most intense gunfire they had heard in months.

8h ago