যুক্তরাষ্ট্রে ট্রাক দিয়ে হামলায় নিহত বেড়ে ১৫, পুলিশের গুলিতে হামলাকারী নিহত

অভিযুক্তের গাড়ি থেকে আইএসের পতাকা পাওয়া গেছে বলে এফবিআই জানিয়েছে। ছবি: এএফপি
অভিযুক্তের গাড়ি থেকে আইএসের পতাকা পাওয়া গেছে বলে এফবিআই জানিয়েছে। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে নববর্ষ উদযাপনরত জনতার ভিড়ে ট্রাক নিয়ে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ হয়েছে। আহত হয়েছেন অনেকে। 

আজ বৃহস্পতিবার এএফপি, রয়টার্স ও এপি এই তথ্য জানিয়েছে। 

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, ৪২ বছর বয়সি অভিযুক্তর গাড়ি থেকে ইসলামিক স্টেটের (আইএসের) পতাকা পাওয়া গেছে। তাছাড়া গাড়িতে বিস্ফোরকও ছিল। এফবিআই জানিয়েছে, এটা জঙ্গি হামলা।

কে এই হামলাকারী

হামলাকারী শামসুদ-দিন জব্বার। ছবি: এএফপি
হামলাকারী শামসুদ-দিন জব্বার। ছবি: এএফপি

হামলাকারী ব্যক্তির নাম শামসুদ-দিন জব্বার (৪২)। মার্কিন সেনাবাহিনীর সাবেক এই সদস্যকে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানো হয়।

তিনি মার্কিন সামরিক বাহিনীতে ১০ বছর মানব সম্পদ বিশেষজ্ঞ এবং পরবর্তীতে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। পেন্টাগন এই তথ্য জানিয়েছে।

এফবিআই বলেছেন, ওই অভিযুক্তকে নিয়ে তারা মানুষের কাছ থেকে আরো তথ্য চাইছেন। অভিযুক্ত একসময় মার্কিন সেনাবাহিনীর সদস্য ছিলেন বলেও জানা গেছে।

এফবিআইয়ের সহকারী স্পেশাল এজেন্ট অ্যালিথিয়া ডানকান সাংবাদিকদের জানান, 'আমরা মনে করি না, অভিযুক্ত একাই এই ঘটনা ঘটিয়েছে। আমরা প্রতিটি সূত্র ধরে তদন্ত করছি। অভিযুক্তের পরিচিত সহযোগীদের বিষয়েও খোঁজ নেয়া হচ্ছে। এর পিছনে একাধিক মানুষ  থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।'

পুলিশের নথিতে দেখা গেছে অভিযুক্ত ব্যক্তি হিউস্টনে আবাসন খাতে চাকরি করতেন। চার বছর আগে তিনি একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন, তার জন্ম ও বেড়ে ওঠা হিউস্টন থেকে ১৩০ কিলোমিটার দূরের বোমন্ট শহরে।

তদন্তকারী কর্মকর্তাদের বরাত দিয়ে এনএন জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি একটি ভিডিও রেকর্ড করেছিলেন, যেখানে তিনি আইএসে যোগ দেওয়ার স্বপ্নের কথা জানিয়েছিলেন। জঙ্গি সংগঠন আইএস একসময় ইরাক-সিরিয়ার অনেকখানি অংশ নিয়ন্ত্রণ করত।

পরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের আক্রমণে তারা শক্তি হারায়।

বিশেষজ্ঞদের মতে, এখনো তারা অনলাইনে সদস্য নিয়োগ করে।

পালাবার সময় পুলিশের গুলিতে নিহত

ঘটনাস্থলে প্রচুর পুলিশ থাকা সত্ত্বেও হামলা চালাতে সক্ষম হন সাবেক সেনা সদস্য। ছবি: এএফপি
ঘটনাস্থলে প্রচুর পুলিশ থাকা সত্ত্বেও হামলা চালাতে সক্ষম হন সাবেক সেনা সদস্য। ছবি: এএফপি

নিউ অরলিন্সের পুলিশ প্রধান অ্যান কার্কপ্যাট্রিক জানিয়েছেন, 'অভিযুক্ত ব্যক্তি গাড়িতে রাখা আগ্নেয়াস্ত্র দিয়ে গাড়ির ভেতর থেকে পুলিশের দিকে গুলি ছুঁড়তে শুরু করে। এর ফলে দুইজন পুলিশ কর্মী আহত হন। অভিযুক্তর কাছে একটি পিক আপ ট্রাক ছিল। সেটাই সে নববর্ষের অনুষ্ঠানে সমবেত মানুষের ওপর তুলে দেয়।'

পুলিশ প্রধান বলেছেন, 'দুই পুলিশ কর্মকর্তার গায়ে গুলি লেগেছে। তবে তারা ভালো আছেন।'

তিনি জানিয়েছেন, এফবিআই এখন তদন্তের ভার নিয়েছে। আপাতত কাউকে ওই রাস্তায় না যাওয়ার উপদেশ দেন তিনি। তদন্ত ও সুরক্ষার জন্যই এই নির্দেশ দেয়া হয়েছে বলে জানান।

ঘটনাস্থলে ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি পাওয়ার কথাও জানান

ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। সেখানের পুলিশের ব্যারিকেডও রাখা হয়েছিল। কিন্তু তারা যখন সাময়িকভাবে ব্যারিকেড সরাচ্ছিল, তখন অভিযুক্ত ব্যক্তি ট্রাক নিয়ে ঢুকে পড়ে।

পুলিশ জানিয়েছে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলার ব্যবস্থা নেয়া সত্ত্বেও অভিযুক্ত তার পরিকল্পনা অনুযায়ী হামলা চালাতে পেরেছে।

Comments

The Daily Star  | English
rohingya-migration

Rohingyas fleeing Arakan Army persecution

Amid escalating violence in Myanmar’s Rakhine State, Rohingyas are trespassing into Bangladesh every day, crossing the border allegedly to escape the brutality of Myanmar’s rebel group, the Arakan Army (AA).

4h ago