৮১ শতাংশ রিপাবলিকান ভোটার ট্রাম্পের পক্ষে: রয়টার্স

ডোনাল্ড ট্রাম্প
মিশিগানে এক জনসভায় এক সমর্থককে ‘সেভ আমেরিকা’ ক্যাপ ছুড়ে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স ফাইল ফটো

আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নের বিষয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরোধীদের তুলনায় অনেক এগিয়ে আছেন বলে সাম্প্রতিক জরিপে দেখা গেছে।

গতকাল বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত সোমবার রয়টার্স ও ইপসস পরিচালিত জরিপে দেখা গেছে সাম্প্রতিক ঘটনাগুলো হোয়াইট হাউসে ফিরে আসার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের আশা এখনো বিলীন করতে পারেনি।

এমনকি, ট্রাম্পকে নিয়ে চলমান আইনি লড়াইও তার ভোটারদের প্রভাবিত করতে পারেনি।

প্রতিবেদনে আরও বলা হয়, জরিপে দেখা গেছে সাবেক প্রেসিডেন্ট আগামী নির্বাচনে দলীয় মনোনয়নের বিষয়ে তার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক বেশি এগিয়ে আছেন।

জরিপ অনুসারে, ৮১ শতাংশ রিপাবলিকান ভোটার মনে করেন ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

ডোনাল্ড ট্রাম্প
ফ্লোরিডার মায়ামিতে ফেডারেল আদালতের কাছে ডোনাল্ড ট্রাম্পের এক সমর্থক। ১৩ জুন ২০২৩। ছবি: রয়টার্স

ট্রাম্পের অধিকাংশ দলীয় প্রতিদ্বন্দ্বী দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সমালোচনা করেছেন। তারা সংস্থাটির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছেন।

তাদের এমন অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি রিপাবলিকান পার্টির ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গির পরিবর্তন বলে সংবাদ প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে।

গতকাল মায়ামির ফেডারেল আদালতে ট্রাম্পের বিরুদ্ধে আনা সরকারি গোপন নথি নিজের কাছে রাখা সংক্রান্ত ৩৭ অভিযোগের শুনানি শুরু হয়। সেখানে ট্রাম্পের আইনজীবীরা সাবেক প্রেসিডেন্টকে নির্দোষ বলে দাবি করেন।

সেসময় আদালতের বাইরে রিপাবলিকান দলের অন্যতম মনোনয়নপ্রত্যাশী বিবেক রামস্বামী গণমাধ্যমকে বলেন, 'আমি নির্বাচিত হলে ট্রাম্পকে ক্ষমা করে দেব।'

Comments

The Daily Star  | English

Uncertainty created as specific polls date has not been announced: Tarique

Tarique reiterated the demand that the national election be held by December

1h ago