অ্যামাজনে মেলানিয়াকে নিয়ে তথ্যচিত্র

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও দেশটির ভবিষ্যৎ ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের জীবনকে ঘিরে একটি তথ্যচিত্র প্রকাশ করতে যাচ্ছে অ্যামাজন।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি।

স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওর এই প্রকল্পে নির্বাহী প্রযোজকের ভূমিকা পালন করবেন মেলানিয়া। এ বছরেই এটি মুক্তি পাবে। 

অ্যামাজন প্রাইম এই প্রকল্প ও তথ্যচিত্র নিয়ে তেমন কোনো তথ্য জানায়নি। তবে অ্যামাজন দাবি করেছে, এটি প্রকৃত অর্থেই একটি 'অনন্য গল্প', যা দর্শকদের কাছে নিয়ে আসার জন্য তারা মুখিয়ে আছে।

তবে মেলানিয়া বা ডোনাল্ড ট্রাম্প, দুইজনেরই কেউই ঘোষণা আসার পর আর এই তথ্যচিত্র নিয়ে কোনো মন্তব্য করেননি।

নববর্ষের অনুষ্ঠানে ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্প। ছবি: এএফপি
নববর্ষের অনুষ্ঠানে ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্প। ছবি: এএফপি

নির্বাহী প্রযোজক হিসেবে এই প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন মেলানিয়া, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। এই প্রামাণ্যচিত্রে সম্পাদনার কর্তৃত্বও তার হাতে থাকবে।

২০২৪ সালের ডিসেম্বরে এর চিত্রধারণ শুরু হয়েছে। ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে এটি মুভি থিয়েটার ও অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে।

এই প্রামাণ্যচিত্রের পরিচালক হিসেবে কাজ করবেন ব্রেট র‍্যাটনার।

এর আগে মেলানিয়া অক্টোবরে একটি আত্মজীবনী প্রকাশ করেছিলেন। বইটি নিউ ইয়র্ক টাইমস ও অ্যামাজনের কাছ থেকে 'বেস্ট সেলারের' মর্যাদা অর্জন করে। 

২০১৭ সালে হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পর হাতে গোনা কয়েকবার স্বামী ডোনাল্ডের সঙ্গে একত্রে জনসম্মুখে এসেছেন মেলানিয়া।

Comments

The Daily Star  | English

Gridline woes delay Rooppur Power Plant launch

The issue was highlighted during an International Atomic Energy Agency (IAEA) inspection in March

4h ago