দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়া, ইউন সুক ইওল,
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের সরকারি বাসভবনের প্রবেশপথের সামনে পুলিশ কর্মকর্তা ও তদন্তকারীরা। ১৫ জানুয়ারি, ২০২৪। ছবি: রয়টার্স

দক্ষিণ কোরিয়ার তদন্তকারী কর্তৃপক্ষ অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর ইউন বলেছেন, 'রক্তপাত' এড়াতে তিনি তদন্তকারীদের সামনে হাজির হতে রাজি হয়েছেন।

আজ বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত ৩ ডিসেম্বর সামরিক আইন জারির পর আইনপ্রণেতারা তাকে ক্ষমতাচ্যুত করার পক্ষে ভোট দেন। ফলে তিনি অভিশংসিত হন এবং তিনি তার বাসভবনে আটক অবস্থানে ছিলেন। তার ব্যক্তিগত সুরক্ষার জন্য সেনাবাহিনীর একটি দল নিয়োজিত ছিল। যদিও তাকে একবার গ্রেপ্তার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।

এদিকে আজ ভোর থেকে তিন হাজারেরও বেশি পুলিশ কর্মকর্তা ইউনকে গ্রেপ্তারের জন্য তার বাসভবনের সামনে অবস্থান নেন। পরে সহিংসতা এড়াতে তিনি জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তাদের সামনে হাজির হওয়ার সিদ্ধান্ত নেন।

দেশটির দুর্নীতি তদন্ত অফিস ফর হাই-র‌্যাংকিং অফিসারদের (সিআইও) কথা উল্লেখ করে এক বিবৃতিতে ইউন বলেন, 'আমি সিআইওর তদন্তে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যদিও এটি অবৈধ তদন্ত, তবুও রক্তপাত এড়াতে আমি এই সিদ্ধান্ত নিয়েছি।'

রয়টার্স বলছে, পরে ইউনের গাড়িবহরকে সিউলের বেভারলি হিলস নামে পরিচিত অভিজাত এলাকার বাসা থেকে বের হতে দেখা যায়। তার গাড়িবহর তদন্তকারীদের অফিসে পৌঁছায়।

পরে দ্রুত তাকে নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয় এবং ভবনের পেছন দিকে নিয়ে যাওয়া হয়। তবে, সেখানে অপেক্ষায় থাকা সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেননি ইউন।

Comments

The Daily Star  | English

July being used as a moneymaking machine: Umama Fatema

Former spokesperson accuses leadership of corruption and control from Hare Road

3h ago