গোলান থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার চায় সিরিয়া

দখলকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সেনাদের অবস্থান। ছবি: এএফপি

বাশার আল-আসাদের পতনের পর গোলান মালভূমির দখল করা অঞ্চল থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার করার দাবি জানিয়েছে সিরিয়ার নতুন প্রশাসন।

সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে আজ বার্তাসংস্থা এএফপি জানায়, বুধবার জাতিসংঘের শান্তিরক্ষা প্রধান জ্যঁ-পিয়ের লাক্রোয়ার সঙ্গে বৈঠকে এ দাবি জানিয়েছেন সিরিয়ার পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী।

বৈঠকে সিরীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, গোলান থেকে ইসরায়েলি বাহিনী সরে দাঁড়ালে ১৯৭৪ সালের চুক্তি অনুযায়ী বাফার জোনে নিজেদের বাহিনী পুনরায় মোতায়েন করতে প্রস্তুত সিরিয়া।

গত ৮ ডিসেম্বর বাশার আল-আসাদের পতনের দিনই এই বাফার জোন পুরোপুরি দখল করে নেয় ইসরায়েল।

১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের মধ্য দিয়ে সিরিয়ার গোলান মালভূমি দখল করে ইসরায়েল। এরপর ১৯৭৪ সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠার চুক্তি করা হয়। নিয়ন্ত্রণ রেখার দুই পাশে বাফার জোন তৈরি করা হয়, যাতে টহল দিত জাতিসংঘের সেনারা।

ইসরায়েলের এই বাফার জোন দখলকে ১৯৭৪ সালের চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচনা করে জাতিসংঘ।

Comments

The Daily Star  | English

Govt declares 10-day Eid holiday starting June 5

Offices to remain open on two weekly holidays -- May 17 and 24 -- to offset Eid vacation

5m ago