ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রস্তাবে নীতিগত অনুমোদন

উপদেষ্টা পরিষদের বৈঠক। ছবি: সংগৃহীত

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের একটি কার্যালয় ঢাকায় স্থাপনের প্রস্তাবের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছেন উপদেষ্টা পরিষদ।

আজ রোববার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের এ কথা জানান।

এক সংবাদ ব্রিফিংয়ে আইন উপদেষ্টা বলেন, 'জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের একটি শাখা তারা ঢাকায় চালু করতে চাচ্ছিলেন। এটা নিয়ে তারা আলোচনা করছিলেন।'

'এই আলোচনার একটি উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এটার একটা খসড়া সমঝোতা স্মারক উপদেষ্টা পরিষদে নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। আমরা কয়েকজন উপদেষ্টা এটা পরীক্ষা করব,' যোগ করেন তিনি।

আসিফ নজরুল আরও বলেন, 'আমরা পরীক্ষার পর সেটাকে চূড়ান্ত করে মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্কের কাছে পাঠাব। সমঝোতা স্মারক চূড়ান্ত হলে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের একটা অফিস হবে।'

প্রাথমিকভাবে তিন বছরের জন্য এ কার্যালয় স্থাপন করা হবে এবং দুই পক্ষ পরে যদি মনে করে এটা পুনর্নবায়ন করা দরকার, তাহলে এটা আরও বাড়তে পারে বলেও উল্লেখ করেন উপদেষ্টা আসিফ নজরুল।

এর আগে, গত বছরের ২৯ অক্টোবর সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় স্থাপন করা হবে বলে জানিয়েছিলেন।

পরদিন ৩০ অক্টোবর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান যে, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের বিষয়ে অন্তর্বর্তী সরকার তখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।

 

Comments

The Daily Star  | English

Matarbari: The island where Bangladesh is building its economic future

The deep-sea port project in Matarbari promises to transform regional trade

13h ago