মামলার নিষ্পত্তি করতে ট্রাম্পকে ২৫ মিলিয়ন ডলার দেবে মেটা

ডোনাল্ড ট্রাম্প ও মার্ক জাকারবার্গ। ছবি: সংগৃহীত

মার্কিন ক্যাপিটল হিলে ২০২১ সালের ৬ জানুয়ারিতে হওয়া হামলার পর ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল মেটা। এজন্য মেটার বিরুদ্ধে করা মামলার নিষ্পত্তি করতে ট্রাম্পকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার দিতে সম্মত হয়েছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, গতকাল বুধবার হোয়াইট হাউসে এই চুক্তিতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

নিষ্পত্তি চুক্তির প্রাথমিক খসড়া অনুযায়ী, মেটার দেওয়া ২৫ মিলিয়ন ডলারের মধ্যে ২২ মিলিয়নই যাবে ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির তহবিলে।

একসময় ট্রাম্পকে ফেসবুকে নিষিদ্ধ করার মতো কঠোর পদক্ষেপ নিলেও গত নির্বাচনে জেতার পর এই রক্ষণশীল রাজনীতিবিদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে যাচ্ছেন মেটার সিইও মার্ক জাকারবার্গ।

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে এক মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন জাকারবার্গ। ট্রাম্পের ক্যাবিনেট সদস্যদের পাশে বসে সেই অনুষ্ঠান উপভোগ করেন তিনি।

ট্রাম্পের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে এরমধ্যে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে মেটা। গুজব ও ভুয়া তথ্য রোধে ফেসবুকে থাকা ফ্যাক্ট-চেকিং কর্মকাণ্ড বাতিল করেছে মেটা। এছাড়া কর্মী নিয়োগে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক (ডিইই) প্রোগ্রামও বাতিল করেছে তারা।

কোম্পানির কর্তা-পর্যায়েও ট্রাম্পের ঘনিষ্ঠদের নিয়োগ দিয়েছে মেটা। ট্রাম্পের সহযোগী ডানা হোয়াইটকে মেটার পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করেছে।

কোম্পানির শীর্ষ নীতিনির্ধারক পদটি দেওয়া হয়েছে রিপাবলিকান নেতা জোয়েল কাপলানকে।

Comments

The Daily Star  | English
rooppur-nuclear-power-plant

Gridline woes delay Rooppur Power Plant launch

The issue was highlighted during an International Atomic Energy Agency (IAEA) inspection in March

51m ago