টরন্টো পিয়ারসন বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজ উল্টে আহত ১৮

কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় তুষারঝড়ের কবলে পড়ে ৮০ জন যাত্রী বহনকারী ডেল্টা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ উল্টে গেছে।
রয়টার্স জানায়, গত সোমবারের এ ঘটনায় ১৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে এক শিশুসহ তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসের সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল।
এ ঘটনায় ডেল্টা এয়ারলাইনস জানিয়েছে, দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে ৭৬ জন যাত্রী ও চারজন কেবিন ক্রু ছিলেন। ১৬ বছর আগে কানাডায় তৈরি উড়োজাহাজটি ৯০ জন যাত্রী পরিবহনে সক্ষম।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তারা বিষয়টি খতিয়ে দেখছে।
Comments