মাস্কের সমর্থনে টেসলা গাড়ি কিনবেন ট্রাম্প

ট্রাম্প ও তার ঘনিষ্ঠ সহযোগী মাস্ক। ফাইল ছবি: রয়টার্স
ট্রাম্প ও তার ঘনিষ্ঠ সহযোগী মাস্ক। ফাইল ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি তার উপদেষ্টা ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের প্রতি সমর্থন জানাতে একটি 'নতুন টেসলা' গাড়ি কিনবেন।

আজ মঙ্গলবার ট্রাম্পের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

মঙ্গলবার মধ্যরাতের ঠিক পরপর ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে লেখেন, 'রিপাবলিকান, কনজারভেটিভ ও সব মহান আমেরিকানদের বলছি, ইলন মাস্ক আমাদের জাতিকে সহায়তা করতে "সর্বাত্মক চেষ্টা" চালাচ্ছেন এবং এই ভূমিকায় তিনি অসামান্য কাজ করে দেখাচ্ছেন!'।

ট্রাম্প উল্লেখ করেন, 'কিন্তু কিছু কট্টর বামপন্থি উন্মাদ আছেন, যারা অবৈধভাবে এবং পরস্পরের সঙ্গে যোগসাজশে টেসলা বয়কটের চেষ্টা চালাচ্ছেন, যেটি বিশ্বের সবচেয়ে সেরা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের অন্যতম এবং ইলনের "সন্তানতূল্য"। তারা প্রায়ই এ ধরনের কাজ করেন, যার উদ্দেশ্য ইলনের ক্ষতি করা এবং তিনি যেসব মূল্যবোধ সমর্থন করেন, সেগুলোকেও ক্ষতিগ্রস্ত করা।'

ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনায় টেসলার ডিলারশিপের বাইরে বিক্ষোভ। ছবি: এএফপি
ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনায় টেসলার ডিলারশিপের বাইরে বিক্ষোভ। ছবি: এএফপি

'আগামীকাল সকালে আমি একটি নতুন টেসলা কিনব, যার মাধ্যমে আমি ইলন মাস্কের প্রতি আমার আত্মবিশ্বাস ও সমর্থন দেখাব। নি:সন্দেহে তিনি একজন মহান আমেরিকান', যোগ করেন তিনি।

ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেন, 'তিনি তার অসামান্য দক্ষতার ব্যবহারে আমেরিকাকে আবারও মহান রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করছেন। কেন তার এই কাজের জন্য তিনি শাস্তি ভোগ করবেন?'

জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প প্রযুক্তি খাতের ধনকুবের মাস্ককে নবগঠিত সরকারি কর্মদক্ষতা বিভাগের (ডোজ বা ডিওজিই নামে পরিচিত) নেতৃত্ব দিয়েছেন। এই বিভাগের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের খরচ কমানো এবং কর্মচারী-কর্মকর্তার সংখ্যা কমানো।

তবে ডিইওজির খরচ কমানোর অভিযান প্রবল বাঁধার মুখে পড়েছে। বিক্ষোভ, আদালতের রায় ও আইনপ্রণেতাদের কাছ থেকে আসা চাপ সামলাতে হচ্ছে এই বিভাগকে।

২০২৬ সালে বাজারে আসছে ২ দরজা বিশিষ্ট সাইবারক্যাব। ছবি: রয়টার্স
২০২৬ সালে বাজারে আসছে ২ দরজা বিশিষ্ট সাইবারক্যাব। ছবি: রয়টার্স

এই পরিস্থিতিতে টেসলার বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, মাস্কের উদ্যোগে প্রতিষ্ঠানটির ওপর নেতিবাচক প্রতিক্রিয়া আসতে পারে।

ইলন মাস্কে রাজনীতিতে জড়ানোর পর টেসলা মালিকদের অনেকেই অনুতাপ প্রকাশ করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন।

সোমবার টেসলার শেয়ারের দাম ১৫ শতাংশেরও বেশি কমে যায়। ট্রাম্পের শুল্ক যুদ্ধে সার্বিকভাবে মার্কিন অর্থ বাজারে অস্থিরতা চলছে।

Comments

The Daily Star  | English
2001 Ramna Batamul attack

HC fixes May 8 for verdict on Ramna Batamul bomb blast

On April 14, 2001, two bombs went off during 1408 Pahela Baishakh celebrations, leaving 10 dead, many injured

1h ago