দামেস্কের গির্জায় আত্মঘাতি বোমা হামলা, নিহত অন্তত ২০

দামেস্কের সেইন্ট ইলিয়াস গির্জায় আত্মঘাতি হামলা হয়েছে। ছবি: এএফপি
দামেস্কের সেইন্ট ইলিয়াস গির্জায় আত্মঘাতি হামলা হয়েছে। ছবি: এএফপি

মুসলিমপ্রধান দেশ সিরিয়ার রাজধানী দামেস্কের একটি গির্জায় আত্মঘাতি বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।

আজ রোববার এই তথ্য জানিয়েছে এএফপি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার জন্য জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের এক সদস্যকে দায়ী করেছে। 

ডিসেম্বরে বিদ্রোহীদের নেতৃত্বে স্বৈরশাসক বাশার আল-আসাদকে উৎখাত করে নতুন সরকার ক্ষমতাগ্রহণের পর এটাই এ ধরণের আত্মঘাতি হামলার প্রথম নজির।

জাতিসংঘ এই হামলার প্রতি নিন্দা জানিয়েছে।

সিরিয়ার নতুন শাসকদের সামনে দেশের নাগরিকদের, বিশেষত, সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার এ বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য সিরিয়ার সরকারকে তাগিদ দিচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, 'দায়েশ (আইএস) জঙ্গি সংগঠন-সংশ্লিষ্ট এক ব্যক্তি রাজধানী দামেস্কের দোয়েলা এলাকার সেইন্ট ইলিয়াস গির্জায় প্রবেশ করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এরপর সে তার সঙ্গে থাকা বিস্ফোরকযুক্ত বেল্ট ব্যবহার করে আত্মঘাতি হামলা চালিয়ে নিজের দেহে বিস্ফোরণ ঘটায়।'

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানায়, এই হামলায় ২০ জন নিহত ও ৫২ জন আহত হয়েছেন।

দামেস্কের সেইন্ট ইলিয়াস গির্জা। ছবি: এএফপি
দামেস্কের সেইন্ট ইলিয়াস গির্জা। ছবি: এএফপি

প্রত্যক্ষদর্শী লরেন্স মামারি এএফপিকে জানান, 'এক ব্যক্তি অস্ত্র হাতে গির্জায় ঢুকে পড়েন। এরপর তিনি গুলি ছুঁড়তে শুরু করেন। সেখানে যারা উপস্থিত ছিলেন, তারা তাকে থামানোর চেষ্টা করলে তিনি নিজের দেহে বিস্ফোরণ ঘটান।'

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে 'দেশের সব সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহবস্থানের অবমাননা করার মরিয়া প্রচেষ্টা এবং একইসঙ্গে দেশকে অস্থিতিশীল করে তোলার উদ্যোগ' বলে অভিহিত করে।

বিস্ফোরণের দমকে গির্জায় ভেতর আতংকের সৃষ্টি হয়। সে সময় শিশু ও বয়স্ক মানুষসহ গির্জায় অসংখ্য পূণ্যার্থী উপস্থিত ছিলেন। 

অনেকেই এখনো নিখোঁজ আছেন। তাদের পরিবারের সদস্যরা প্রিয়জনদের খোঁজে পাগলপ্রায় অবস্থায় আছেন।

 

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

2h ago