বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন: তুলসি গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইনটেলিজেন্স তুলসি গ্যাবার্ড বলেছেন, বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।
ভারতের সফররত তুলসি গ্যাবার্ড এনডিটিভি ওয়ার্ল্ডের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা জানান।
বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে মন্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, 'দীর্ঘদিন ধরে দুর্ভাগ্যজনকভাবে ধর্মীয় সংখ্যালঘুদের তথা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্যাথলিক ও অন্যান্যদের ওপর নির্যাতন, হত্যা মার্কিন সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য অন্যতম প্রধান উদ্বেগের বিষয়।'
'প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মন্ত্রিসভা এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা মাত্র শুরু হয়েছে। তবে এটি উদ্বেগের বিষয় হিসেবে রয়ে গেছে,' যোগ করেন তিনি।
এরপর তিনি বিশ্বব্যাপী ইসলামি সন্ত্রাসবাদের হুমকি নিয়ে কথা বলেন। তুলসি গ্যাবার্ড বলেন, 'তারা অবশ্যই অন্য ধর্মের মানুষকে প্রভাবিত করার চেষ্টা করে থাকে এবং সহিংস উপায়ে তারা এটা করছে।'
তিনি আরও বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প ইসলামি সন্ত্রাসবাদের আদর্শ চিহ্নিত করে তাকে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।'
Comments