ড. ইউনূসের কারাদণ্ড যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে প্রভাব ফেলবে না: পররাষ্ট্রসচিব

তিনি বলেন, কোনো ব্যক্তির বিষয় রাষ্ট্রীয় সম্পর্ককে প্রভাবিত করতে পারে না।
ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
ড. মুহাম্মদ ইউনূস। ছবি: স্টার ফাইল ফটো

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কারাদণ্ডের রায় যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাসুদ বিন মোমেন এ কথা বলেন।

আজ দুপুর ৩টায় শ্রম আইন লঙ্ঘন মামলায় ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের তিন শীর্ষ কর্মকর্তাকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ঢাকার তৃতীয় শ্রম আদালত।

এ প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, 'অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের ৩ শীর্ষ কর্মকর্তার ৬ মাসের কারাদণ্ডের রায় যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না।'

তিনি বলেন, 'কোনো ব্যক্তির বিষয় রাষ্ট্রীয় সম্পর্ককে প্রভাবিত করতে পারে না। এটি একটি আইনি সমস্যা এবং তার আপিলের সুযোগ রয়েছে। তিনি জামিনও পেয়েছেন। সুতরাং, বিচারাধীন বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।'

আজ রায়ের পর ইউনূস ও অপর তিন কর্মকর্তা পৃথক জামিন আবেদন করলে বিচারক তাদের এক মাসের জামিন মঞ্জুর করেন।

ইউনূসের আইনজীবী আবদুল্লাহ-আল-মামুন সাংবাদিকদের বলেন, তারা রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূস এবং শীর্ষ কর্মকর্তা আশরাফুল হাসান, নুরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহানের নামে এই মামলা করা হয়।

 

Comments