ইসরায়েলের বিমান হামলায় হামাসের শীর্ষ নেতা বারদাউইল নিহত

গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা সালাহ আল-বারদাউইল নিহত হয়েছেন।
আজ রোববার ভোরে হামাসের একজন কর্মকর্তা বিবিসিকে এ তথ্য জানিয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিমান হামলায় হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য আল-বারদাউইল ও তার স্ত্রী নিহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
তবে এ ব্যাপারে বিবিসির কাছে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি ইসরায়েলি কর্মকর্তারা।
ইসরায়েলের সামরিক বাহিনী মঙ্গলবার গাজায় আবারও হামলা শুরু করেছে। তারা ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এবং প্রায় দুই মাস ধরে চলা যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের মেয়াদ বাড়াতে অস্বীকার করার জন্য হামাসকে দোষারোপ করেছে।
কিন্তু হামাস ইসরায়েলের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় করা চুক্তি লঙ্ঘনের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন স্থানে ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
Comments