ইইউ-কানাডার ওপর আরও শুল্ক আরোপ হবে, হুঁশিয়ারি ট্রাম্পের

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কানাডা একসঙ্গে মার্কিন অর্থনীতির 'ক্ষতি করার চেষ্টা করলে' তাদের ওপর ভয়ানক মাত্রার শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ বৃহস্পতিবার এ খবর জানায় বার্তাসংস্থা রয়টার্স।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, 'কানাডাকে সঙ্গে নিয়ে ইউরোপীয় ইউনিয়ন যদি মার্কিন অর্থনীতির ক্ষতি করার চেষ্টা করে, তাহলে অনেক বড় মাত্রার—বর্তমানের পরিকল্পিত শুল্কের তুলনায় অনেক বড় পরিমাণে শুল্ক আরোপ করা হবে তাদের ওপর। কারণ এই দুই দেশের সবচেয়ে বড় মিত্রকে (যুক্তরাষ্ট্র) রক্ষা করতে হবে।'
যুক্তরাষ্ট্রের দেওয়া একের পর এক শুল্কের জবাবে কানাডা ও ইইউ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর এলো ট্রাম্পের এই হুঁশিয়ারি।
এর একদিন আগেই বুধবার যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। এই সিদ্ধান্ত বৈশ্বিক বাণিজ্যযুদ্ধকে আরও তীব্র করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো এ ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এবং পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন এ প্রসঙ্গে বলেন, 'এই সিদ্ধান্ত ব্যবসার জন্য খারাপ, ভোক্তাদের জন্য আরও খারাপ।'
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি একে 'কানাডার শ্রমিকদের ওপর সরাসরি আক্রমণ' বলে আখ্যা দিয়েছেন এবং পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন।
এর আগে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি আছে, এমন দেশগুলোর ওপর পাল্টা শুল্কের ঘোষণা দেন ট্রাম্প।
ট্রাম্প ক্ষমতায় আসার পর স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মেক্সিকো, কানাডা ও চীনের বিভিন্ন পণ্যের ওপরও শুল্ক বসানো হয়েছে।
Comments