পোপের শেষকৃত্যে যোগ দিচ্ছেন বিশ্বনেতারা, ট্রাম্প-জেলেনস্কির সাক্ষাতের সম্ভাবনা

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠান। ছবি: রয়টার্স

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে ভ্যাটিকান সিটিতে সমবেত হয়েছেন বিশ্বের নানা প্রান্তের অসংখ্য মানুষ।

আজ শনিবার সেন্ট পিটার্স স্কয়ারে স্থানীয় সময় সকাল ১০টায় পোপের শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে দুই লাখেরও বেশি মানুষ এবং ৫০টিরও বেশি দেশের প্রধানরা উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে। 

ইতোমধ্যে অনেক দেশের সরকার প্রধান ও রাজ পরিবারের সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করেছেন।

সিএনএন বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শপথ অনুষ্ঠানের পর এটিই হতে যাচ্ছে বিশ্ব নেতাদের সর্বোচ্চ জমায়েত। 

ছবি: রয়টার্স

ডোনাল্ড ট্রাম্প ছাড়াও পোপের শেষকৃত্যানুষ্ঠানে যোগদানের তালিকায় আছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, প্রিন্স উইলিয়াম, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও রানি লেটিজিয়া এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভাসহ অনেকে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যেই কাতার থেকে ভ্যাটিকান পৌঁছেছেন।

ট্রাম্প-জেলেনস্কির সাক্ষাতের সম্ভাবনা

পোপের শেষকৃত্যানুষ্ঠানে আজ ট্রাম্পের সঙ্গে জেলেনস্কি সাক্ষাত করতে পারেন বলে জানিয়েছে এএফপি।

ছবি: রয়টার্স

যদিও হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির সর্বশেষ বৈঠকের স্মৃতি খুব একটা সুখকর নয়। সেদিনের বাকবিতণ্ডার পর থেকেই ট্রাম্পের চক্ষুশূল হয়ে ‍উঠেছেন জেলেনস্কি।

নাম প্রকাশ না করার শর্তে এক সিনিয়র মার্কিন কর্মকর্তা এএফপিকে বলেন, 'আজ দুই রাষ্ট্রপতি সাক্ষাত করতে পারেন।'

গতকাল ট্রাম্প বলেছেন যে, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি।

 

Comments

The Daily Star  | English

Jamaat rally begins at Suhrawardy Udyan with cultural programme

The first phase of Bangladesh Jamaat-e-Islami's rally at the historic Suhrawardy Udyan in Dhaka began this morning with a cultural programme

56m ago