ভ্যাটিকানে জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে পুতিনের সমালোচনা করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি শনিবার ভ্যাটিকান ব্যাসিলিকায় বৈঠক করেছেন। সেখানে তারা ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বন্ধের প্রচেষ্টা আবার শুরুর ব্যাপারে কথা বলেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের পর ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে চড়ে রোম ত্যাগ করেন। উড়োজাহাজে থাকাকালে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট প্রকাশ করেন। ওই পোস্টে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেন তিনি।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, গত কয়েকদিনে পুতিনের বেসামরিক এলাকা, শহর ও নগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কোনো কারণ নেই। বৃহস্পতিবার কিয়েভের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রে ১২ জন নিহত হন।
'এ ঘটনায় আমি ভাবতে বাধ্য হচ্ছি, তিনি যুদ্ধ থামাতে চান না, তিনি কেবল আমাকে টোকা দিচ্ছেন, তাহলে কি তাকে ব্যাংকিং বা সেকেন্ডারি স্যাংশনসের মাধ্যমে তাকে অন্যভাবে মোকাবিলা করতে হবে? যুদ্ধে অনেক মানুষ মারা যাচ্ছে!!
জেলেনস্কি বলেন, তিনি যে ধরনের শান্তি প্রত্যাশা করছেন তা যদি হয়, তাহলে এটি একটি ঐতিহাসিক বৈঠক হতে পারে। হোয়াইট হাউসের একজন মুখপাত্র এটিকে 'অত্যন্ত ফলপ্রসূ' বৈঠক বলে অভিহিত করেছেন।
জেলেনস্কির কার্যালয় এবং কিয়েভ ও ওয়াশিংটন থেকে প্রকাশিত বৈঠকের ছবি অনুসারে, সেন্ট পিটার্স ব্যাসিলিকায় বসে দুই নেতা একে অপরের কাছাকাছি ঝুঁকে ছিলেন, তাদের চারপাশে কোনো সহযোগী ছিলেন না। তারা প্রায় ১৫ মিনিট কথা বলেছিলেন।
এর আগে, ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের ওভাল অফিসে ক্ষুব্ধ বৈঠকের পর ভ্যাটিকানে তাদের বৈঠক হলো।
সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে জেলেনস্কি লিখেছেন, ভালো বৈঠক। একের পর এক আমরা অনেক আলোচনা করতে পেরেছি। যেসব বিষয় নিয়ে কথা হয়েছে, আমরা তার ফল আশা করছি।
Comments