ভারত-পাকিস্তান উত্তেজনা ‘প্রশমনের’ আহ্বান যুক্তরাষ্ট্রের

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে কড়া প্রহরায় নিয়োজিত বিএসএফের সদস্যরা। ছবি: এএফপি
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে কড়া প্রহরায় নিয়োজিত বিএসএফের সদস্যরা। ছবি: এএফপি

ভারত-পাকিস্তানের মধ্যে বিরাজমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিরসনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। 

আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে এএফপি।

২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন নিহতের পর গতকালও সীমান্তে রাতভর গুলি বিনিময় করেছে ভারত-পাকিস্তানের সেনারা। 

ওই হামলার জন্য ইসলামাবাদকে দায় দিয়েছে নয়াদিল্লি।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের পক্ষ থেকে জবাব দেওয়ার সময়, লক্ষ্যবস্তু নির্ধারণ এবং কোন প্রক্রিয়ায় জবাব দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর 'পূর্ণ স্বাধীনতা' রয়েছে।

এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, তাদের কাছে 'ভারত পেহেলগামের ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের অজুহাত দেখিয়ে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায়, এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের কাছে আছে।'

তিনি বলেন, 'যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে। এই অঞ্চলে যেকোনো গুরুতর পরিণতির জন্য ভারত সম্পূর্ণরূপে দায়ী থাকবে।'

এই পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার দিনের শেষভাগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আলাদা করে ফোন করেছেন।

মন্ত্রিসভা বৈঠকে মার্কো রুবিওর কথা গভীর মনোযোগ দিয়ে শুনছেন ট্রাম্প। ছবি: এএফপি
মন্ত্রিসভা বৈঠকে মার্কো রুবিওর কথা গভীর মনোযোগ দিয়ে শুনছেন ট্রাম্প। ছবি: এএফপি

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, রুবিও এই 'অমানবিক হামলার' তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য 'পাকিস্তানি কর্মকর্তাদের' প্রতি আহ্বান জানান। একইসঙ্গে তিনি 'ভারতকে বিদ্যমান অস্থিরতার মাত্রা কমিয়ে আনতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানের সঙ্গে কাজ করতে উৎসাহিত করেন।'

রুবিওর সঙ্গে ফোন কলের পর দেওয়া বিবৃতিতে জয়শঙ্কর জানান, 'হামলাকারী, তাদের সহযোগী ও পরিকল্পনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।'

নয়াদিল্লি জানিয়েছে, টানা সাত রাত ধরে 'লাইন অব কন্ট্রোল' বা অনানুষ্ঠানিক সীমারেখায় দুই পক্ষের মধ্যে হালকা অস্ত্রের গুলি বিনিময় অব্যাহত ছিল। 

ইসলামাবাদ-নয়াদিল্লি সম্পর্ক তলানিতে

ভারত-পাকিস্তান সম্পর্কে অস্থিরতার জেরে পর্যটকবিহীন ডাল লেকে শূন্য নৌকা। ছবি: এএফপি (৩০ এপ্রিল, ২০২৫)
ভারত-পাকিস্তান সম্পর্কে অস্থিরতার জেরে পর্যটকবিহীন ডাল লেকে শূন্য নৌকা। ছবি: এএফপি (৩০ এপ্রিল, ২০২৫)

বেশ কয়েক বছরের মধ্যে বেসামরিক ব্যক্তিদের বিরুদ্ধে পরিচালিত সবচেয়ে ভয়াবহ এই হামলার পর ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। 

এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ভারতের পুলিশ তিন সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করেছে—তাদের দুইজন পাকিস্তানি ও অপরজন ভারতীয়। ওই তিন ব্যক্তির ছবি সম্বলিত পোস্টার ঝুলানো হয়েছে সর্বত্র। ভারতের দাবি, ওই তিন ব্যক্তি পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তায়বা নামের জঙ্গি সংগঠনের সদস্য।

তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য ২০ লাখ রুপী (২৩ হাজার ৫০০ ডলার) পুরস্কার ঘোষণা করা হয়েছে।

বুধবার পাকিস্তানি উড়োজাহাজের জন্য ভারতের আকাশসীমা নিষিদ্ধের ঘোষণা দেয় নয়াদিল্লি। এর আগে ইসলামাবাদ ভারতীয় উড়োজাহাজের ক্ষেত্রেও একই ধরণের নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

১৯৪৭ সালে ব্রিটিশ শাসনামলের অবসানের পর থেকেই হিমালয় সংলগ্ন কাশ্মীর অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের স্বাধীনতা অথবা পাকিস্তানের সঙ্গে সংযুক্তির দাবিতে ১৯৮৯ সাল থেকে কিছু বিদ্রোহী গোষ্ঠী সহিংসতায় লিপ্ত রয়েছে। 

সর্বশেষ ২০১৯ সালে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে আত্মঘাতী গাড়ি-বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ৪০ সদস্য নিহত ও ৩৫ জন আহত হন।

ওই ঘটনার ১২ দিন পর ভারতীয় যুদ্ধ বিমান পাকিস্তানি ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছিল।

Comments

The Daily Star  | English
August 21 grenade attack

Wait for justice: 21 years and counting

The final judgment in the cases is now pending with the Appellate Division as trial proceedings have been completed at the lower court and HC Division

11h ago