আজ বুধবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ আহ্বান জানিয়েছে।
আবদুল্লাহ জানান, ভারত সরকার গত মাসে পাহেলগামের সন্ত্রাসী হামলার ‘উপযুক্ত জবাব’ দিতে ‘সঠিক পদ্ধতি’ বেছে নিয়েছে।
গত ভোররাতে এই হামলার প্রতিশোধ হিসেবে পাঁচটি ভারতীয় জেট বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।
তাৎক্ষণিকভাবে বিশ্ব নেতারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে সামরিক হামলা চালিয়েছে ভারত। এরপর থেকে পারমাণবিক শক্তিধর দেশ দুটির সেনারা সীমান্তে ভারী কামানের গুলি বিনিময় করেছে।
‘এক সপ্তাহ ধরে আমরা ক্রমাগত আতঙ্কের মধ্যে আছি’
ভারত পাকিস্তানে হামলা চালানোর পরেই যুদ্ধবিমানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।
জবাবে ভারতেও পাল্টা হামলার হুমকি দিয়েছে পাকিস্তান। এই ঘটনায় পরমাণু শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
তিনি বলেন, আমাদের বিমানবাহিনী ভারতের ৩টি রাফালসহ মোট ৫টি বিমান ভূপাতিত করেছে।
আজ বুধবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ আহ্বান জানিয়েছে।
আবদুল্লাহ জানান, ভারত সরকার গত মাসে পাহেলগামের সন্ত্রাসী হামলার ‘উপযুক্ত জবাব’ দিতে ‘সঠিক পদ্ধতি’ বেছে নিয়েছে।
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে সামরিক হামলা চালিয়েছে ভারত। এরপর থেকে পারমাণবিক শক্তিধর দেশ দুটির সেনারা সীমান্তে ভারী কামানের গুলি বিনিময় করেছে।
‘এক সপ্তাহ ধরে আমরা ক্রমাগত আতঙ্কের মধ্যে আছি’
গত ভোররাতে এই হামলার প্রতিশোধ হিসেবে পাঁচটি ভারতীয় জেট বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।
ভারতের হামলার ফলে উদ্ভুত পরিস্থিতিতে বিশ্ব নেতারা উদ্বেগ, আশঙ্কা প্রকাশ অব্যাহত রেখেছেন।
পাকিস্তানে হামলার প্রতিবাদ জানাতে এই উদ্যোগ নিয়েছে ইসলামাবাদ।
ভারতের সামরিক বাহিনী জানায়, পাকিস্তানে তাদের ক্ষেপণাস্ত্র হামলায় ‘নয়টি সন্ত্রাসী ঘাঁটি’ ধ্বংস হয়েছে। তাদের দাবি, ধ্বংস করা ঘাঁটিগুলো গত মাসে ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে হামলায় জড়িত সন্ত্রাসীদের।
‘আপনি অন্য দেশের জলের রিজার্ভ, বাঁধ এবং জলবিদ্যুৎ কাঠামোকে লক্ষ্যবস্তু করবেন- কোন আন্তর্জাতিক নিয়ম, যুদ্ধ আইন এবং আচরণ এটিকে সমর্থন করে?