সংবিধান মেনে চলতে হবে কি না ‘জানেন না’ ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি জানেন না প্রেসিডেন্ট হিসেবে তাকে আমেরিকার সংবিধান মেনে চলতে হবে কিনা।
বার্তাসংস্থা এএফপি জানায়, এনবিসি নিউজের কাছে দেওয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে ট্রাম্প ওই কথা বলেন।
রোববার প্রচারিত ওই সাক্ষাৎকারে ট্রাম্পকে সরাসরি প্রশ্ন করা হয়, প্রেসিডেন্ট হিসেবে সংবিধান রক্ষা করা তার দায়িত্ব কিনা। জবাবে ট্রাম্প বলেন, 'আমি জানি না।'
ট্রাম্পকে আরও প্রশ্ন করা হয়, মার্কিন নাগরিক ও নাগরিক নন—সকলের কি সংবিধান অনুযায়ী যথাযথ বিচার পাওয়ার অধিকার থাকা উচিত? ট্রাম্প তখন বলেন, 'আমি আইনজীবী না। আমি জানি না।'
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন কিছু ক্ষেত্রে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে আদালতের আশ্রয় নেয়নি, যা মার্কিন আইনের পরিপন্থী বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, তিনি তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচন করার বিষয়ে 'ভাবছেন না'। যদিও এর আগে তিনি এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন এবং বলেছিলেন যে এমন কিছু 'পদ্ধতি' আছে যা দিয়ে সেটা সম্ভব হতে পারে।

কিন্তু মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, 'কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না।'
সংবিধান পরিবর্তন করতে হলে কংগ্রেসে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা এবং ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে অন্তত ৩৮টির অনুমোদন প্রয়োজন।
ট্রাম্প বলেন, 'আমি এটার (তৃতীয় মেয়াদ) কথা ভাবছি না। আমি চাই দুর্দান্ত চারটি বছর পার করে একজন দুর্দান্ত রিপাবলিকান নেতার হাতে দায়িত্ব তুলে দিতে।'
সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম উল্লেখ করেন ট্রাম্প। তিনি আরও বলেন, 'আমাদের দলে অনেক যোগ্য মানুষ আছে।'
Comments