ভারতের হামলাকে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্প

ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যে গতরাতে পাকিস্তান শাসিত কাশ্মীর ও পাঞ্জাবের সীমান্ত এলাকায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাকে লজ্জাজনক অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'এটা লজ্জাজনক, আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনলাম। তিনি আরও বলেন, 'আমার মনে হয় মানুষ বুঝতে পারছিল যে কিছু ঘটতে চলেছে। তারা দীর্ঘকাল ধরে লড়াই করছে।'
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, 'আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে।'
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও 'এক্স'-এ বলেছেন যে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি আরও বলেন, পারমাণবিক শক্তিধর এশিয়ার এই দুই প্রতিবেশীর মধ্যে শান্তিপূর্ণ সমাধানের জন্য কাজ চালিয়ে যাবে ওয়াশিংটন।
ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস জানিয়েছে যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল রুবিওর সঙ্গে কথা বলেছেন। ভারতের সামরিক পদক্ষেপ সম্পর্কে তাকে অবহিত করেছেন।
Comments