পাকিস্তানে সন্ত্রাসীদের ৯ ঘাঁটি ধ্বংস, দাবি ভারতীয় সামরিক বাহিনীর

পাকিস্তানের ভেতরে ক্ষেপণাস্ত্র হামলায় সন্ত্রাসীদের নয়টি ঘাঁটি ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ভারতের সামরিক বাহিনী।
বুধবার ভারতের সামরিক বাহিনী জানায়, পাকিস্তানে তাদের ক্ষেপণাস্ত্র হামলায় 'নয়টি সন্ত্রাসী ঘাঁটি' ধ্বংস হয়েছে। তাদের দাবি, ধ্বংস করা ঘাঁটিগুলো গত মাসে ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে হামলায় জড়িত সন্ত্রাসীদের।
ভারতীয় বিমানবাহিনীর সিনিয়র কর্মকর্তা ভূমিকা সিং ব্রিফিংয়ে বলেছেন, সন্ত্রাসীদের নয়টি ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ঘাঁটিগুলো সফলভাবে ধ্বংস করা হয়েছে।
তিনি আরও বলেন, বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয় যাতে অবকাঠামোর ক্ষয়ক্ষতি এবং বেসামরিক নাগরিকদের প্রাণহানি এড়ানো যায়।
সশস্ত্র বাহিনীকে নিয়ে গর্বিত: অমিত শাহ
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স-এ একটি পোস্টে তার দেশের সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন। তিনি বলেছেন, তিনি তাদের নিয়ে গর্বিত।
অমিত শাহ লিখেছেন, পেহেলগামে আমাদের নিরীহ ভাইদের নৃশংস হত্যার জবাব 'অপারেশন সিঁদুর'।
তিনি আরও বলেন, 'ভারত এবং এর জনগণের উপর যেকোনো আক্রমণের সমুচিত জবাব দিতে মোদি সরকার বদ্ধপরিকর। ভারত সন্ত্রাসবাদকে শিকড় থেকে উপড়ে ফেলতে দৃঢ়প্রতিজ্ঞ।'
Comments