নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজে মেক্সিকান প্রশিক্ষণ জাহাজের ধাক্কা

যুক্তরাষ্ট্রের ব্রুকলিন ব্রিজে ধাক্কা দেওয়ার পর ক্ষতিগ্রস্ত মেক্সিকান নৌবাহিনীর প্রশিক্ষণ জাহাজ। ১৭ মে, ২০২৫। ছবি: রয়টার্স

মেক্সিকোর নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ শনিবার রাতে নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজে ধাক্কা মারলে জাহাজটির তিনটি মাস্তুল ভেঙে যায়।

আজ রোববার এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

একাধিক মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ১৯৮২ সালে ৪৮ দশমিক দুই মিটার (১৫৮ ফুট) উচ্চতার মাস্তুল বিশিষ্ট কুয়াহটেমোক বার্কে ওই সময় প্রায় ২০০ আরোহী ছিলেন।

কিছু প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি ব্রিজে ধাক্কা মারার সময় নাবিকরা পালের নিচে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা নিউইয়র্ক পোস্টকে বলেছেন, এসময় দর্শনার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন।  তারা লোকজনকে পানিতে পড়ে যেতে দেখেছেন।

মেক্সিকান নৌবাহিনী এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, কুয়াহটেমোক ওই সময় একটি প্রশিক্ষণ কৌশলে ছিল ও 'দুর্ঘটনায়' ক্ষতিগ্রস্ত হয়েছে।

তারা আরও বলেছে, 'নৌবাহিনী মন্ত্রণালয় কর্মীদের নিরাপত্তা, অপারেশনে স্বচ্ছতা ও মেক্সিকান নৌবাহিনীর ভবিষ্যৎ কর্মকর্তাদের সেরা প্রশিক্ষণের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।'
 

Comments

The Daily Star  | English
Nasiruddin Patwary on Bangladesh February election

Without reforms, Feb election unacceptable: Nasiruddin Patwary

'We won't give even one percent concession in July Charter,' says Nahid

1h ago