হায়দ্রাবাদের ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৭

হায়দ্রাবাদের কৃষ্ণ পার্লস ভবনে আগুন লেগে ১৭ জন নিহত হয়েছেন। ছবি: এএফপি
হায়দ্রাবাদের কৃষ্ণ পার্লস ভবনে আগুন লেগে ১৭ জন নিহত হয়েছেন। ছবি: এএফপি

ভারতের হায়দ্রাবাদ শহরের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন।

আজ রোববার স্থানীয় কর্মকর্তাদের বরত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

সকালে তিন তলা ভবনটিতে বড় আকারে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। 

কৃষ্ণ পার্লস নামের ওই ভবনে কয়েকটি গয়নার দোকান ছিল বলে জানা গেছে।

তেলেঙ্গানা রাজ্যের ফায়ার ডিজাস্টার রেসপন্স ইমারজেন্সি অ্যান্ড সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টের এক বিবৃতিতে জানা গেছে, স্থানীয় সময় সকাল ৬টার কিছুক্ষণ পর সাহায্য চেয়ে তাদের কাছে একটি ফোন কল আসে। 

বিবৃতিতে বলা হয়, 'নিচ তলায় আগুনের সূত্রপাত হয়ে উপরের তলাগুলোতে তা ছড়িয়ে পড়ে। একইসঙ্গে অগ্নিনির্বাপণ, খোঁজ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।'

বিবৃতিতে নিহত ১৭ জনের নাম-পরিচয় যুক্ত করা হয়েছে।

ছবির নীল রঙের ভবনটিতে অগ্নিকাণ্ড ঘটেছে। ছবি: এএফপি
ছবির নীল রঙের ভবনটিতে অগ্নিকাণ্ড ঘটেছে। ছবি: এএফপি

এতে আরও বলা হয়েছে, আগুন লাগার কারণ তদন্তাধীন রয়েছে।

তেলেঙ্গানা রাজ্যের রাজধানীর এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারের সদস্যদের জন্য ২ লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণাও দিয়েছেন।

মোদির কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, 'যারা নিকটজন হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাই। আশা করি আহতরা দ্রুত সেরে উঠবে।'

দুর্বল নির্মাণশৈলী ও নিরাপত্তা নীতিমালা মেনে না চলার কারণে ভারতে প্রায়ই ভবনে অগ্নিকাণ্ডসহ নানা রকম দুর্ঘটনা ঘটে।

গত মাসে কলকাতার এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নিহত হন।

গত বছর গুজরাতের একটি বিনোদন পার্কে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৪ জন প্রাণ হারিয়েছিলেন।

Comments

The Daily Star  | English

Nur suffers nose and jaw fractures, under intensive care: doctor

Medical board formed; doctors say surgery not needed at this stage

8m ago