পল্টনে ৪ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

পুরানা পল্টন, অগ্নিকাণ্ড, আগুন, ফায়ার সার্ভিস,
চার তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। ছবি: সংগৃহীত

রাজধানীর পুরানা পল্টনের চার তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আজ মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের তালহা বিন জসিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ ৯টা ১৭ মিনিটে পুরানা পল্টনের চারতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। সেখান একটি ল চেম্বার আছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

Comments

The Daily Star  | English

Trump tariff hike brings added China rate for many goods to 145%

Trump's 90-day halt in fresh duties for dozens of countries has come into place, a White House order showed

8m ago