হামবুর্গ রেল স্টেশনে ছুরিকাঘাতে আহত ১৮

জার্মানির হামবুর্গের প্রধান রেল স্টেশনে ছুরিকাঘাতে ১৮ জন আহত হয়েছেন। সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জার্মান পত্রিকা বিল্ড।
পত্রিকাটির বরাত দিয়ে রয়টার্স জানায়, হামলায় আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক এবং আরও ছয়জনের অবস্থা গুরুতর।
এই হামলাকে বেদনাদায়ক ঘটনা আখ্যা দিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ সমাজমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেন, হামবুর্গের আহত ও তাদের পরিবারের প্রতি তার সমবেদনা রয়েছে।
হামবুর্গ পুলিশ জানিয়েছে, হামলাকারী ৩৯ বছর বয়সী নারী। তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। তবে ঠিক কী কারণে ওই নারী এ হামলা চালিয়েছেন তা এখনো স্পষ্ট নয়।
হামবুর্গ পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান অ্যাবেনসেথ গণমাধ্যমকে জানান, হামলাকারী কোনো রাজনৈতিক উদ্দেশ্যে এটি করেছে কিনা এর প্রমাণ এখন পর্যন্ত তাদের হাতে নেই। যেসব তথ্য এসেছে সেগুলোর ভিত্তিতে তিনি মানসিক বিকারগ্রস্ত ছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
Comments