তেজগাঁওয়ে ছুরিকাঘাতে তরুণ নিহত

গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুন
স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর তেজগাঁও কাজীপাড়া এলাকায় ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন।

আজ সোমবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এর আগে গত শনিবার রাত ৩টার দিকে তেজগাঁও কাজীপাড়া গার্ডেন রোডের ১৭নম্বর গলিতে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহত ইমরান (২০) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাদিরায়াবাদ গ্রামের মো. আলী হোসেনের ছেলে। তিনি বাবার সঙ্গে কাজীপাড়া গার্ডেন রোডে থাকতেন।

নিহত ইমরানের ভাই মো. মিজান মিয়া জানান, শনিবার রাত ৩টার দিকে কাজীপাড়া গার্ডেন রোডের বাসা থেকে বাদশানামের একজনসহ কয়েকজন ইমরানকে ডেকে নিয়ে যান। সেখানে ১৭ নম্বর গলিতে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা। পরে ইমরানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মিজান আরও বলেন, 'জানতে পেরেছিলাম ইমরান বাদশার কাছে ৫০০ টাকা পেতেন। টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্বে ইমরানকে ছুরিকাঘাত করা হয়।'

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. জানান, শনিবার রাতে তেজগাঁও থেকে ওই যুবককে আহত অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান তিনি। তার পিঠে ছুরিকাঘাতের চিহ্ন আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, বিস্তারিত জানতে ও আসামি ধরতে কাজ করছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন।

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

6h ago