আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে ২ ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বাইরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ রোববার সকালে দুর্বৃত্তরা আইসিটির দ্বিতীয় গেটের সামনে তিনটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শাহবাগ থানা পুলিশ পরে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা একটি মামলায় শেখ হাসিনা ও অন্য দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আজ অভিযোগ গঠন করা হবে। এর ঠিক আগে এই ঘটনা ঘটল।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ১২ মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

14h ago