ইসরায়েলে ইরানের পাল্টা আঘাত, হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য

ইসরায়েলে ইরানের হামলা
ইসরায়েলের তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। জুন ১৩, ২০২৫। ছবি: রয়টার্স

তেহরান থেকে তেল আবিব। ক্ষেপণাস্ত্র পড়ছে এক শহর থেকে আরেক শহরে। ইসরায়েল ও ইরান একে অপরকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে।

আজ শনিবার দুই দেশ একে অপরকে লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে।

গতকাল শুক্রবার ইরানের পরমাণুকেন্দ্রসহ অন্যান্য সামরিক গুরুত্বপূর্ণ স্থানে ইসরায়েলি হামলার পর আক্রান্ত দেশটি আক্রমণকারী দেশটিকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

সংবাদ সংস্থা রয়টার্স জানায়, আজ ভোরে ইসরায়েলজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজেছে। ইরানের হামলার জেরে সবাইকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। দেশটির আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দৃশ্য দেখা গেছে।

আক্রান্ত হয়েছে তেল আবিব ও জেরুসালেমও।

ইসরায়েলের অ্যাম্বুল্যান্স সার্ভিসের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক নারী ও পুরুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন।

বার্তা সংস্থা এপি ইরানের হামলায় ইসরায়েলে অন্তত তিন জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে। আহতের সংখ্যা কয়েক ডজনের কথাও বলা হয়েছে।

ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত চারজন নিহত ও ১৫০ জনের বেশি আহতের সংবাদ দিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুসালেম পোস্ট।

সংবাদমাধ্যম হারেৎজ তিন জনের মৃত্যু ও কয়েক ডজন আহত হওয়ার তথ্য দিয়েছে।

রয়টার্স জানিয়েছে, তেল আবিবের বাইরে রিশন লেজিওন শহরে একটি অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারে কর্মীদের কাজ করতে দেখা গেছে।

আজ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, বেসামরিক লোকদের আঘাত করে ইরান 'রেড লাইন' অতিক্রম করেছে। এর জন্য দেশটিকে 'চরম মূল্য' দিতে হবে।

এপি জানিয়েছে—জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত বলেছেন ইসরায়েলি হামলায় ৭৮ জন নিহত ও ৩২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Banking fix may cost $5b-$6b

Says finance adviser; the amount is way below IMF’s $35b estimate

13h ago