ইরাকি ভূখণ্ড থেকে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান
গত শনিবার ইসরায়েলি বিমান হামলার পাল্টা জবাব দিতে ইরাকি ভূখণ্ড ব্যবহার করবে ইরান। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই আসতে পারে এই হামলা। এমনটাই জানিয়েছেন ইসরায়েলি গোয়েন্দারা।
আজ শুক্রবার ইসরায়েলি গোয়েন্দা বিভাগের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।
এ বিষয়টি নিয়ে সবার আগে সংবাদ দেয় মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। দুই অজ্ঞাত ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে তারা জানায়, ৫ নভেম্বরের আগেই হামলা চালাতে পারে ইরান।
ইসরায়েলি গোয়েন্দারা বলছেন, ইরাকি ভূখণ্ড থেকে ইসরায়েলের উদ্দেশে অসংখ্য ড্রোন ও ব্যালিসটিক ক্ষেপণাস্ত্র ছুঁড়বে ইরান।
ইরাকে অবস্থানরত ইরানপন্থী আধা সামরিক বাহিনীর মাধ্যমে হামলা চালানোর উদ্দেশ্য ইরানকে পরবর্তী ইসরায়েলি পাল্টা হামলার হাত থেকে রক্ষা করা।
প্রতিবেদন মতে, তেহরান এ মুহূর্তে চাইছে না কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক অবস্থানের ওপর ইসরায়েল আরেকবার হামলা চালানোর সুযোগ পাক।
বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ইরানের তিন সূত্রের বরাত দিয়ে জানানো হয়, সোমবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলকে ইসরায়েলের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এই প্রতিবেদন মতে, ইসরায়েলি বিমান হামলার পর ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন অবকাঠামো ও আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষয়ক্ষতির মাত্রা যাচাই-বাছাই করার পর খামেনি এই সিদ্ধান্ত নেন।
Comments